টেস্টে তাঁর মত প্রতিভাবান ব্যাটসম্যানকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছেনা তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ক্ষুব্ধ ছিলেন। নানা মহল থেকে চাপও ছিল। অবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পেলেন রোহিত শর্মা। আর প্রথম সুযোগেই নিজের জাত চিনিয়ে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন এতদিন তাঁকে দিয়ে ওপেন না করিয়ে আখেরে ক্ষতি হয়েছে ভারতীয় ক্রিকেটের। বিশাখাপত্তনমে এদিন খেলা বৃষ্টির জন্য বন্ধ হওয়া পর্যন্ত আউট হননি রোহিত। ১১৫ রানে অপরাজিত রয়েছেন তিনি।
টস জিতে এদিন প্রথমে ব্যাট কারার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ওপেন করতে নামেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। খেলা চলে প্রায় ৬০ ওভার পর্যন্ত। ভারতের রান ওঠে ২০২। তারপরই বৃষ্টিতে বন্ধ করতে হয় প্রথম দিনের খেলা। তবে এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিজের দাপট দেখাতে শুরু করেন রোহিত শর্মা। হিটম্যান যে তিনি যথার্থ অর্থেই তা বুঝিয়ে দেন রোহিত। এদিন ১৭৪ বল খেলে ১১৫ রান করেন রোহিত। যার মধ্যে ৫টি ছক্কা ও ১২টি চার রয়েছে।
রোহিত যেখানে প্রথম দিনের সব ফোকাসটুকু তাঁর দুরন্ত ব্যাটিং দিয়ে শুষে নিয়েছেন সেখানে তাঁর সঙ্গে থাকা মায়াঙ্ক আগরওয়ালও ভাল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন। ১৮৩ বল খেলে মায়াঙ্কের সংগ্রহ ৮৪ রান। যার মধ্যে ২টি ছক্কা ও ১১টি চার রয়েছে। নেহাত কম নয়। দ্বিতীয় দিনের শুরুতে তাঁর সেঞ্চুরির দিকে তাকিয়ে থাকবে ভারত।