আমায় বিয়ে করবে, ক্রিকেটার রোহিত শর্মার প্রস্তাবে বাকরুদ্ধ যুবক
একটি গোলাপ হাতে তুলে দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ রোহিত শর্মা। রোহিতের প্রস্তাব শুনে কি করবেন ভেবে পেলেননা যুবক।

বিশাখাপত্তনমে ভারতীয় দলের সঙ্গে বিমানবন্দরে নামেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ তথা ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সেখানে দলের সঙ্গেই লাইন দিয়ে এগোচ্ছিলেন তিনি। হাতে ছিল একটি গোলাপ।
এদিকে ভারতীয় দলের ছবি অনেকেই তখন ক্যামেরাবন্দি করছিলেন। এই সময় দেখা যায় এক যুবক সেলফি তুলছেন। তাঁর পাশ দিয়ে চলে যাচ্ছেন ভারতীয় দলের খেলোয়াড়েরা।
ওই যুবক হাসি মুখেই ছবি তুলতে থাকেন। সেই সময় সকলকে অবাক করে রোহিত শর্মা যুবকের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর দিকে এগিয়ে দেন হাতে থাকা গোলাপ। ওই যুবককে বলেন গোলাপটি তাঁর জন্য।
কিছুটা হতবাক হয়ে যান ওই যুবক। গোলাপটি হাতে নিয়ে ধন্যবাদ জানাতে যাবেন এমন সময় তাঁকে আরও অবাক করে রোহিত বলেন, উইল ইউ ম্যারি মি? অর্থাৎ তুমি কি আমায় বিয়ে করবে?
রোহিত শর্মার এই মজা সকলেই তারিয়ে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়েও পড়েছে। যেখানে শোনাও গেছে রোহিত শর্মার সেই প্রস্তাব।
রোহিত শর্মা মজা করতে পছন্দ করেন। তারই একটি মজার ঘটনা এবার তিনি তাঁর এক ভক্তের সঙ্গে ভাগ করে নিলেন। পুরো ঘটনার ছবি দেখে অনেকেরই হাসি থামছে না।
ব্যাট হাতে দাপুটে রোহিতকে এমন মজা করতে দেখে তাঁরা রোহিতকে একজন দারুণ মানুষ বলেই ব্যাখ্যা করছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ান ডে সিরিজের মাঝেই এই মজার ঘটনা ঘটে।