
কয়েকমাস আগেই রাজনীতির কুরুক্ষেত্রে নেমেছিলেন তিনি। রুপোলি পর্দাকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখে বাংলার মাটির গন্ধ অনুভব করতে চেয়েছিলেন। তবে ফিরতে হয়েছিল বিফল মনোরথে। শুধু হার নয়, ময়দানে দু’নম্বর জায়গাটাও জোটেনি। বিধানসভা নির্বাচনে হাওড়া উত্তর কেন্দ্রে তৃতীয় হন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। হয়নি বিধানসভায় প্রতিনিধিত্ব করা। তবে তিনি ফের জনপ্রতিনিধি, এবার খোদ দিল্লিতে। রাজ্যসভায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মনোনীত সদস্য হতে চলেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর আসনটি ফাঁকা ছিল। ‘শেরি’ বিজেপির প্রতিনিধিত্বই করতেন রাজ্যসভায়। সেই জায়গা ভরাট করতে বিজেপিও চাইছিল কোনও একজন পরিচিত ও সাংস্কৃতিক জগতের মুখকে রাজ্যসভায় আনতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ ‘দ্রৌপদী’ রূপাই যোগ্যতম বলে সিদ্ধান্ত নেন। সেই সূত্র ধরেই রাজ্য বিজেপির মহিলা মোর্চার লড়াকু নেত্রী রূপা সাংসদ হচ্ছেন।