শিশুপাচার কাণ্ডে তাঁর বাড়িতে গিয়ে সিআইডি-র জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এদিন বেশ কড়া সুরেই রূপা জানিয়ে দেন, তিনি বিশ্বাস করেন জুহি চৌধুরী নির্দোষ। তিনি জুহিকে কোনও সাহায্য করেননি বলে দাবি করেও রূপার প্রশ্ন যদি তিনি সাহায্য করতেনও, তাহলেও কী সেটা ‘ক্রিমিনাল অফেন্স’ হত?
এদিন বিজেপি সাংসদ সাফ জানান, কেউ কোনও সাহায্য চাইলে তা তিনি লিখিত আকারে নেন বা ই-মেল মারফত নেন। মুখের কথায় তিনি কোনও কাজ করেন না। তাই তাঁকে ফাঁসানো অত সহজ হবে না। বরং রূপার দাবি, দ্রুত এই মামলার নিষ্পত্তি করুক সিআইডি। জিজ্ঞেস করুক তাদের যারা ১০ বছর ধরে ওই এনজিও-টি চালাতে দিয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়ে রূপার আশ্বাস, সিআইডি যতবার সাহায্য চাইবে করব। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও রীতিমত আঙুল উঁচিয়ে এদিন দাবি করেন বিজেপি সাংসদ।