তাঁর সঙ্গে যে অস্ত্রধারী সুরক্ষা জওয়ানরা আছে তাদের গুলি চালানোর অধিকার না থাকতে পারে। কিন্তু তিনি নিজের আত্মরক্ষায় গুলি চালাতেই পারেন। সেক্ষেত্রে গার্ডদের কাছ থেকে নিয়ে তিনিই গুলি চালাবেন। আর তিনি ভাল শ্যুটারও। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে অবস্থান করাকালীন পুলিশকে এমনই জানিয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর সুরক্ষা নিয়ে পুলিশ প্রশ্ন তোলায় একথা তিনি জানান বলে সাংবাদিকদের জানান রূপা।
গত সোমবার চম্পাহাটিতে গাছে বেঁধে খুন করা হয় বিজেপি বুথ সভাপতি সৌমিত্র ঘোষালকে। সেই ঘটনার পর গত বুধবার সেখানে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়। সৌমিত্র ঘোষালের বাড়িতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন রূপা। দোষীদের গ্রেফতার করা না হলে তিনি অবস্থান তুলবেন না বলেও জানিয়ে দেন বিজেপি নেত্রী। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় পুলিশের কয়েকজন আধিকারিক।