মহাভারতে অভিনয় ছাড়াও বড় ভূমিকা নেন রূপা গঙ্গোপাধ্যায়
বিআর চোপড়ার মহাভারত সিরিয়ালে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেন রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু অভিনয় ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তিনি।
মুম্বই : টিভির দুনিয়ায় এখনও বিআর চোপড়ার মহাভারত সিরিয়াল নিজের জায়গায় অমলিন। সেই সিরিয়ালে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। একথা সকলের জানা। কিন্তু তাছাড়াও মহাভারত সিরিয়ালে আরও একটি বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। অনেকেই সেকথা জানেন না। এই লকডাউনের মধ্যে সেকথাই সকলকে জানালেন স্বয়ং রূপা গঙ্গোপাধ্যায়। এখনও সেদিনের স্মৃতি তাঁর তাজা।
রূপা গঙ্গোপাধ্যায় জানান, মহাভারতের শ্যুটিং চলাকালীন সহপরিচালক রবি চোপড়া তাঁদের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ ছিলেন। সেইসঙ্গে তিনি কড়া নজর রাখতেন যে সেটে সকলে নিয়ম যেন মেনে চলেন। কল টাইমের ব্যাপারেও তিনি ছিলেন কঠোর। সকলের সঠিক সময়ে সেটে পৌঁছনো ছিল আবশ্যিক। সে সময় মহাভারত সিরিয়ালে দ্রৌপদীর মুখে একটি গানের জন্য শিল্পীর খোঁজ চলছিল। একদিন রবি চোপড়া রূপা গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠান।
বর্তমানে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, রবি চোপড়া তাঁকে জিজ্ঞেস করেন তিনি কী গানটি গাইতে পারবেন? রূপা এক কথায় রাজি হয়ে যান। কারণ তিনি ছোট থেকেই গান শিখতেন। ফলে একটা চর্চা ছিলই। রবি চোপড়াকে রূপা জানান, যদি তাঁর গাওয়া গান পছন্দ না হয় তখন বরং অন্য কোনও শিল্পীর খোঁজ করা হোক।
রূপা সেই গানটি এক টেকে গেয়ে ফেলেন। ‘নয়নো কে দর্পণ মে ছবি মনোহর’ গানটি গাওয়ার পর সকলেই তাঁর গানের প্রশংসা করেন। গানটি তাঁর অভিনীত চরিত্র দ্রৌপদীর ওপর চিত্রায়িতও হয়। সেদিনের কথা এখনও মনে পড়ে রূপা গঙ্গোপাধ্যায়ের। অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত রূপা গঙ্গোপাধ্যায় তার অনেক বছর পর ২০১১ সালে বাংলা সিনেমা অবশেষে-তে গাওয়া গানের জন্য সেরা মহিলা কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা