কত নারীর সম্মান হরণ করবে মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রশ্ন তুলে ধর্নায় রূপা গঙ্গোপাধ্যায়
আর কত নারীর সম্মান হরণ করবে মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনই প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে ধর্না দিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
নয়াদিল্লি : একের পর এক আক্রমণে বলিউডের অনেক তারকা এখন কোণঠাসা। একের পর এক অভিযোগ উঠছে। যা নিয়ে তদন্তও শুরু হয়েছে। নাম জড়াচ্ছে অনেক তাবড় ব্যক্তিত্বের।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ভেদ করতে নেমে উঠেছে বলিউডের মাদক যোগ। উঠে এসেছে নানা নাম। যাঁদের গোটা দেশ একডাকে চেনে।
অনুরাগ কাশ্যপের মত প্রথমসারির বলিউড পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। এই পরিস্থিতিতে সোমবার সংসদ চত্বরে ধর্নায় বসেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
রূপা গঙ্গোপাধ্যায় অবশ্য শুধু নারীর সম্মান হরণ নিয়েই প্রশ্ন তোলেননি। সেইসঙ্গে প্রশ্ন তুলেছেন আর কত হত্যা করবে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রশ্ন ২টিই ২টি বিতর্কিত ইস্যুকে সামনে রেখে বলেই মনে করা হচ্ছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের করা যৌন হেনস্থার অভিযোগ, এই ২টি বিষয়ই রূপার প্ল্যাকার্ডে প্রশ্ন হয়ে সামনে এসেছে বলে মনে করা হচ্ছে।
সোমবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। ২টি প্ল্যাকার্ডে ছিল ২টি ইস্যু নিয়ে প্রশ্ন। যা কার্যত ২ ইস্যুকেই ফের একবার সংসদের আঙিনায় নিয়ে এল।
যেখানে সপা সাংসদ জয়া বচ্চন সোচ্চার হয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়ে, যেখানে বিজেপি সাংসদ রবি কিষাণের প্রবল আক্রমণের মুখে পড়তে হয়েছে বলিউডকে, সেখানে রূপা গঙ্গোপাধ্যায়ের মত আরও এক অভিনেত্রী সাংসদ পারদ এদিন চড়িয়ে দিলেন।
যেভাবে বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। যেভাবে বলিউডের এক এক করে নাম বিভিন্ন অভিযোগের মুখে পড়ছে। তাতে কিন্তু সাধারণ মানুষের বলিউড সম্বন্ধে একেবারেই ধারণা না থাকা বা প্রচ্ছন্ন ধারণাকে একটা বিশেষ দিকে চালিত করেছে।
স্বজন পোষণ বা সুযোগের বিনিময়ে নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ এর আগেও সামনে এসেছে। তবে তা বিতর্কের পর্যায়ে থেকে গিয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগে সীমাবদ্ধ ছিল। এবার কিন্তু তা সংসদেও পা রাখল। তাও আবার সাংসদদের হাত ধরে ধারাবাহিক ভাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা