বলিউডে ডেবিউ যদি বলতে হয় তাহলে তাঁর ডেবিউ হয়েছে ২০১২ সালে। তখন নাসিরুদ্দিন শাহ এবং ঋভু দাশগুপ্তের সঙ্গে তিনি একটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু আইনি জটিলতায় সে ছবি মুক্তি পায়নি। অবশ্য সেখানে অভিনয়ের জন্য তাঁকে বাহবা দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। দুজনে ভাল বন্ধুও হয়ে যান। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি কখনও নাসিরুদ্দিন শাহকে বলেননি বলিউডে একটি সিনেমায় সুযোগ করে দিতে।
বিদ্যা বালানও তাঁর কাজের ভক্ত। কিন্তু বিদ্যাকেও তিনি বলিউডে সুযোগ করে দেওয়ার কথা বলেননি। তিনি চান তাঁর কাজ দেখে তাঁকে লোকে জায়গা দিক। সুযোগ দিক। তিনি লোকের দোরে কড়া নাড়ার চেয়ে তাঁর কাছে অভিনয়ের অফার নিয়ে লোকে আসুক। সেটাই চান তিনি। সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনই জানিয়েছেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীল এবার সুযোগ পেয়েছেন ‘ময়দান’ নামে একটি সিনেমায়। বলিউডে এই সিনেমার হাত ধরে ফের জায়গা পেলেন তিনি। সিনেমায় রয়েছেন অজয় দেবগণের মত অভিনেতা। সিনেমার পরিচালক ‘বধাই হো’ খ্যাত অমিত শর্মা। সিনেমাটি তৈরি হচ্ছে ভারতের অন্যতম সেরা ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনকে সামনে রেখে। সিনেমায় রুদ্রনীল একজন ফুটবল ফেডারেশন আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন।
ময়দান সিনেমার পরিচালক সম্বন্ধে যথেষ্ট ভাল সার্টিফিকেট দিয়েছেন রুদ্রনীল। কম বয়সী পরিচালক। কিন্তু ইতিমধ্যেই বধাই হো দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ঠান্ডা প্রকৃতির ছেলে অমিত শর্মা। বন্ধুত্বপূর্ণ স্বভাবের। কিন্তু অমিত শর্মার মধ্যে একটা এনার্জি সবসময় কাজ করে। রুদ্রনীল যে তাঁর সঙ্গে কাজ করে খুশি তাও তাঁর কথা থেকেই পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা