চতুর্থবর্ষের এক ছাত্র হামলা চালাল নিজের কলেজেরই সহপাঠীদের ওপর। শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলায় মৃত ১৮ জন পড়ুয়া। আহত ৪০ জন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার অধিগৃহীত ক্রিমিয়ার একটি টেকনিক্যাল কলেজে। হামলাকারী ছাত্র ১৮ বছর বয়সী ভ্লাদিস্লাভ রোসল্যাকভ প্রথমে একটি বিস্ফোরণ ঘটায় কলেজের ভেতর। তারপর সে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। শেষপর্যন্ত ভ্লাদিস্লাভ রোসল্যাকভ নিজেকেও শেষ করে দেয়।
রাশিয়ার তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে তাঁরা ঘটনার পরই দ্রুত জানতে পারেন ভ্লাদিস্লাভ রোসল্যাকভ হামলাকারী। ভিডিও ফুটেজে তদন্তকারীরা ওই যুবককে হাত বন্দুক নিয়ে দেখতে পান। পরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে বুধবারের হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসাবে জানানো হলেও পরে রাশিয়ার তরফে ঘটনাটিকে গণহত্যার ঘটনা বলে এক বিবৃতিতে জানানো হয়।
ক্রিমিয়ার কের্চ শহরের এই টেকনিক্যাল কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ৮৫০ জন। এদের প্রত্যেকেই কিশোরকিশোরী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)