World

৫৬ জন মহিলাকে হত্যা, প্রাক্তন পুলিশকর্মীর দ্বিতীয় যাবজ্জীবন

আগেই ২২ জন মহিলাকে হত্যার অভিযোগে যাবজ্জীবন হয়েছিল তার। এবার হল দ্বিতীয় যাবজ্জীবন। এবার অপরাধ ৫৬ জনকে হত্যা। আদালত তাকে আধুনিক সময়ে দেশের সবচেয়ে বড় গণহত্যাকারী হিসাবে বর্ণনা করেছে। সাজাপ্রাপ্তের নাম মিখাইল পপকভ। ৫৩ বছরের পপকভ রাশিয়ার একজন প্রাক্তন পুলিশকর্মী। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শহর ইরকুতস্কে ১৯৯২ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ৫৬ জন মহিলাকে হত্যা করে সে। এর আগেও অন্য একটি জায়গায় ২২ জন মহিলাকে হত্যা করেছিল পপকভ। নারী হত্যা কী তবে তার নেশা? দেখা গেছে তার শিকার হয়েছেন ১৬ থেকে ৪০ বছর বয়স্ক মহিলারা। সরকারি আইনজীবী আদালতকে জানান, পপকভের খুনটা একটা ম্যানিয়া।

কীভাবে খুন করত সে? সেটাও কোনও সিনেমার চেয়ে কম নয়। গভীর রাতে নির্জন জায়গায় কোনও কোনও কিশোরী বা যুবতী চোখে পড়লেই সে গাড়ি দাঁড় করিয়ে দিত। তারপর তাদের গাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলত। তাতে যারা সাড়া দিতেন তাঁরাই পপকভের জালে পা দিয়ে ফেলতেন। পপকভ তাদের কখনও কুড়ুল, তো কখনও হাতুড়ি দিয়ে খুন করে দেহ ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসত। এঁদের মধ্যে ১০ যুবতীকে খুন করার আগে ধর্ষণও করে সে। ৩ বার তো পুলিশের গাড়িতেই তুলে নিয়ে গিয়ে খুন করেছিল পপকভ। ২০১২ সালে সে ধরা পড়ে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাশিয়া জুড়ে সাড়া পড়ে গেছে।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button