একটি আবাসনের একতলার হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বর্ষশেষের আনন্দে জল ঢেলে দিল। ঘটনাটি ঘটেছে রাশিয়ার শিল্প শহর মাগনিতোগ্রোস্ক-এ। একতলায় বিস্ফোরণ হওয়ার পর প্রায় গোটা আবাসনটিই ক্ষতিগ্রস্ত হয়। এখানে মোট ৪৮টি ফ্ল্যাট রয়েছে। যেখানে ১১০ জন মানুষের বাস। সকলেই প্রায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।
ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শুরুতেই ৩টি দেহ উদ্ধার হয়। ৩ জনকে অবশ্য জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এদিকে এখনও ৭৯ জন ওই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার কাজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)