World

আকাশেই ২টি বোমারু বিমানের মুখোমুখি সংঘর্ষ

নিচে বিশাল জলরাশি। জাপান সাগর। সেই জলরাশির ওপর দিয়েই উড়ছিল রাশিয়ার ২টি বোমারু বিমান। ২টোই সুখোই এসইউ-৩৪ বিমান। ২টি বিমানের মধ্যে লড়াই হচ্ছিল। আকাশ পথে যুদ্ধ বিমানের লড়াই। যদিও কোনও বিমানেই বোমা ছিলনা। এটা ছিল অনুশীলনের অঙ্গ। রাশিয়ার মস্কো টাইম অনুযায়ী সকাল ৮টা ৭ মিনিটে জাপান সাগরের ওপর অনুশীলন চলাকালীন অস্ত্র ছাড়া যুদ্ধে মুখোমুখি হয়ে পড়ে ২টি বোমারু বিমান। ২ পাইলটই নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। অতি গতির ২টি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে আকাশ পথেই ভেঙে টুকরো হয়ে যায় বিমান ২টি। কিন্তু বিমানের পাইলটরা নিজেদের রক্ষা করতে সমর্থ হন। তাঁরা সংঘর্ষের আগেই বিমান ছেড়ে বেরিয়ে আসেন। এই ২ পাইলট জলের কোথায় পড়েছেন তা খুঁজে তাঁদের উদ্ধারে রাশিয়ার ২টি হেলিকপ্টার কাজ শুরু করে। শেষপর্যন্ত দুজনকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button