সমুদ্রের বিশাল জলরাশির মাঝে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে ২টি জাহাজ। ২টি পাশাপাশি দাঁড়ানো জাহাজের আগুন নদীর তীর থেকে নজর কাড়ছে। রাশিয়ার কাছে কের্চ প্রণালীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, ২টি জাহাজের একটি থেকে অন্যটিতে মাঝসমুদ্রেই দাঁড়িয়ে তেল ভরা চলছিল। সেই সময়ে একটি পাম্প খারাপ হয়ে যায়। আর সেটি থেকেই আগুন ধরে যায়। তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ২টি জাহাজেই। তানজানিয়ার পতাকা ছিল ২টি জাহাজে। একটিতে ভরা ছিল তরল প্রাকৃতিক গ্যাস। অন্য জাহাজটি ছিল আদপে ট্যাঙ্কার।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্যান্ডি ও মায়েস্ট্রো নামে ২টি জাহাজের ক্যান্ডিতে ১৭ জন ছিলেন। যারমধ্যে ৮ জন ভারতীয় ও ৯ জন তুরস্কের বাসিন্দা। মায়েস্ট্রো-তে থাকা ১৫ জনের মধ্যে ৭ জন ভারতীয়, ৭ জন তুরস্কের ও ১ জন লিবিয়ার বাসিন্দা। ২টি জাহাজ মিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১২ জনকে উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। বাকিদের উদ্ধার সম্ভব নয় বলেই জানানো হয়েছে। কারণ আগুন যেভাবে জ্বলছে তা না নেভানো যাবে, না তারমধ্যে ঢুকে উদ্ধার সম্ভব। যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। তেল শেষ হলে আপনিই নিভবে আগুন। ফলে মৃতের সংখ্যা যে বাড়বে তা বলাই বাহুল্য।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)