World

ভুয়ো খবর রুখতে বিল পাশ করল রাশিয়া

ভুয়ো খবর রুখতে বৃহস্পতিবার ২টি বিল পাশ করল রাশিয়ার আইনসভা ডুমা। দেশের সুরক্ষাকে কোনওভাবে বিপদের মধ্যে ফেলতে পারে এমন ক্ষেত্রে ব্যান বা কড়া শাস্তির সুযোগ রয়েছে এই বিলে। ফলে রাশিয়ায় ভুয়ো খবর পরিবেশনের আর কোনও সুযোগ কারও রইল না। সে কোনও সংগঠন হোক বা ব্যক্তি মানুষ।

একটি বিলে বলা হয়েছে তথ্য বিকৃত করে মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি করা, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা বা সাধারণের জন্য থাকা কোনও সুবিধাকে বিনষ্ট করা নিষিদ্ধ। এমন ঘটলে ব্যক্তি মানুষ হোক বা সংগঠন, তাকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। এই অর্থ ব্যক্তিগত ক্ষেত্রে একরকম হবে আর প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আর এক রকম।


অনলাইনে দেওয়া কোনও তথ্য দেখে যদি কোনও মানুষের মনে হয় যে তা অবিশ্বাস্য ও সামাজিকভাবে ক্ষতিকারক তবে তাঁরা চাইলে তা দেশের টেলিকমিউনিকেশন নজরদারি সংস্থার গোচরে আনতে পারেন। সেক্ষেত্রে সব ঠিক হলে ওই তথ্যের সোর্সকেই আটকে দেওয়া হবে।

দ্বিতীয় বিলের ক্ষেত্রে বলা হয়েছে যদি দেখা যায় কোনও তথ্য দেশের প্রতি, সমাজের প্রতি, সরকারি প্রতীকের প্রতি, রাশিয়ার সংবিধানের প্রতি বা সরকারের প্রতি অসম্মান প্রদর্শন করছে অথবা মানুষের আত্মসম্মানে আঘাত করছে তবে সেক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে যে ব্যক্তি বা সংগঠন করেছে তাদের। এছাড়া যে ব্যক্তিকে এমন করতে দেখা যাবে তাঁকে জরিমানা ছাড়াও ১৫ দিনের প্রশাসনিক গ্রেফতারির মুখে পড়তে হবে।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button