ইউরোপে ১ নম্বরে, বিশ্বে ২ নম্বরে উঠে এল রাশিয়া
ইউরোপে স্পেন, ইতালি, ব্রিটেন, ফ্রান্সকে পেছনে ফেলে ১ নম্বরে উঠে এল রাশিয়া। বিশ্বে আমেরিকার পরেই পৌঁছে গেল পুতিনের দেশ।
ইউরোপের করোনা মানচিত্রে রাশিয়া যে এতদিন পর আচমকা তলা থেকে হুহু করে উঠে আসবে তা বোধহয় ভাবতেও পারেননি স্বয়ং ভ্লাদিমির পুতিনও। করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু নিয়ে ইউরোপের যে দেশগুলি নিয়ে চর্চা চলছে তারমধ্যে রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। এছাড়াও ইউরোপের সব দেশেই করোনা সংক্রমণ হয়েছে। তবে তা তুলনামূলকভাবে কম। সেই তালিকায় রাশিয়াও ছিল। কিন্তু আচমকাই রাশিয়ায় হুহু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় প্রায় ১১ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রাশিয়ায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজারের ওপর। যা রাশিয়াকে করোনা হটস্পট হিসাবে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেল।
ইউরোপের সব দেশকে পিছনে ফেলে দেরিতে বাড়তে শুরু করেও রাশিয়া এখন ইউরোপে করোনা সংক্রমণের নিরিখে ১ নম্বরে উঠে এসেছে। স্পেনে সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজারের ওপর। ব্রিটেনে সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ২২ হাজারের ওপর। ইতালিতে সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার পার করেছে। অবশ্য এই প্রতিটি দেশের তুলনায় রাশিয়ায় করোনায় মৃত্যু অনেকটাই কম। এখনও পর্যন্ত রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।
বিশ্বে এখনও করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর নিরিখে বাকি দেশগুলির তুলনায় অনেকটা এগিয়ে আছে আমেরিকা। আমেরিকায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ লক্ষ ৮৬ হাজারের কাছে। করোনায় মৃত্যু হয়েছে ৮১ হাজার ৮০০ জনের। তারপরই ২ লক্ষ ৩২ হাজার সংক্রমিতের নিরিখে বিশ্বে ২ নম্বরে রয়েছে রাশিয়া। ফলে করোনা সংক্রমণ নিয়ে চর্চায় এখন নতুন নাম রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা