হাসপাতালে আগুন, ঝলসে মৃত ৫ রোগী
হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ জনের। ৫ জনই ভেন্টিলেশনে ছিলেন।
একে করোনা থাবা ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে। তারমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ জন ভেন্টিলেশনে থাকা রোগীর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সেন্ট জর্জ হাসপাতালে মঙ্গলবার আগুন লেগে যায়। এই হাসপাতালটি বর্তমানে রাশিয়ায় করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার হচ্ছে। সেই হাসপাতালেই এদিন আগুন লেগে যায়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি।
করোনা সংক্রমিতদের অনেককেই ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। এমনই ৫ রোগী ছিলেন ভেন্টিলেশনে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা মনে করছেন এই ভেন্টিলেশন মেশিনগুলির একটি থেকেই আগুন ছড়ায়। আগুন নেভাতে দ্রুত হাজির হয় দমকলবাহিনী। এরমধ্যেই ওই হাসপাতালে ভর্তি ১৫০ জন রোগীকে বার করে আনা হয়। কিন্তু ৫ জন ভেন্টিলেশনে থাকা রোগীকে বাঁচাতে পারেননি উদ্ধারকারীরা। তাঁদের ভেন্টিলেশনে শুয়েই মৃত্যু হয় আগুনে।
রাশিয়ায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। এতটাই দ্রুত বাড়ছে যে ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রিটেন, জার্মানি সহ অন্যান্য সব দেশকে টপকে রাশিয়া এখন করোনা সংক্রমণে ইউরোপে ১ নম্বরে রয়েছে। ফলে সেখানে অনেক হাসপাতালকেই করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার করতে হচ্ছে। সেন্ট জর্জ হাসপাতালেও ভর্তি ছিলেন করোনা রোগীরা। সেখানেই এমন ভয়াবহ আগুন প্রশাসনকেও চিন্তায় ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা