মস্কো : অক্সফোর্ড বা মডার্না করোনার টিকা এই বছরের শেষেই এনে ফেলতে সক্ষম বলে বারবার সামনে উঠে আসছে। যার চূড়ান্ত পর্বের ট্রায়ালও চলছে। ২টিই হয়তো নভেম্বর, ডিসেম্বরে আসতে পারে বলে আশাবাদী সকলে। এরমধ্যেই কিন্তু রাশিয়া দাবি করেছিল তারা তাদের করোনা টিকা বানিয়ে ফেলেছে। গত মাসেই রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাসতিন জানিয়েছিলেন রাশিয়া তাদের করোনা টিকা গরম যাওয়া ও শীত পড়ার মধ্যবর্তী সময়ে এনে ফেলবে। তাদের টিকা সফল হয়েছে। অবশেষে তা অক্টোবরে দেওয়ার পরিকল্পনা করল রাশিয়া।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন তাঁরা আগামী অক্টোবরেই আমজনতার মধ্যে পুরোদমে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি আরও বলেন, তাঁরা একটি নয়া চিকিৎসা পদ্ধতি তৈরি করতে চলেছেন। তার আওতায় টিকা দেওয়া শুরু করবেন তাঁরা। গামালেয়া সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিটিউট অফ এপিডেমিয়োলজি এন্ড মাইক্রোবায়োলজি যে টিকা তৈরি করেছে তা সম্পূর্ণ সফল হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। ফলে রাশিয়া যে টিকা দিতে মোটামুটি তৈরি তা তিনি পরিস্কার করে দেন।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এও জানিয়েছেন যে দেশবাসীকে এই টিকার জন্য এক টাকাও খরচ করতে হবে না। এটা রাশিয়া তাদের দেশের বাজেট থেকে খরচ করবে। প্রত্যেককে এই টিকা বিনামূল্য দেওয়া হবে বলেও নিশ্চিন্ত করেছেন তিনি। এই খবরে রাশিয়ার সাধারণ মানুষ বেজায় খুশি। যেখানে গোটা বিশ্ব অপেক্ষায় বছর শেষের টিকার জন্য সেখানে তাঁরা তার অনেকটা আগেই দেশে তৈরি টিকা পেতে পারেন ভেবে আপ্লুত রাশিয়ার মানুষ।
রাশিয়া যদি তাদের টিকাকে সফলভাবে আমজনতার মধ্যে প্রয়োগ করতে পারে এবং তাতে যদি ভাল সাড়া মেলে তাহলে কিন্তু ইবোলার টিকা বার করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া অক্সফোর্ড বা আমেরিকার মডার্নাকে অনেকটাই পিছনে ফেলে দেবে তারা। প্রসঙ্গত রাশিয়ায় এখনও পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৮ লক্ষ ৪৫ হাজার ৪৪৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮ জনের। এখনও রাশিয়ায় করোনা কিন্তু ছড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা