এইতো টিকা নেওয়ার পরও দিব্যি আছি, আস্থা দিলেন মেয়র
তিনি করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন এবং ভাল আছেন। এমনই দাবি করলেন মস্কোর মেয়র।
মস্কো : রাশিয়ার মস্কোতেই ৩ হাজার জনকে করোনা প্রতিষেধ টিকা দেওয়া হয়ে গেছে। তাঁদের সকলকে নজরেও রেখেছেন চিকিৎসকেরা। কিন্তু তাঁদের মধ্যে এমন ১ জনও নেই যাঁর কোনও শারীরিক সমস্যা টিকা নেওয়া পর হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। খোদ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন তিনিও এই টিকা নিয়েছিলেন। অনেক দিন হল নিয়েছেন। কিন্তু তাঁর কোনও সমস্যা হয়নি।
টিকা নিয়েও দিব্যি আছেন, দাবি মেয়রের। শারীরিক কোনও সমস্যাই নেই। সাধারণ মানুষকে টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে নিশ্চিত করতে খোদ মেয়রই আস্থা দিতে এগিয়ে এসেছেন মস্কোয়।
রাশিয়া অগাস্টেই তাদের করোনা প্রতিষেধক টিকা স্পুটনিক ভি নিয়ে এসেছে। বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক টিকা হিসাবে সেটিকে সামনেও আনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান তাঁরা দেশবাসীকে টিকাকরণের জন্য স্পুটনিক ভি-এর উৎপাদনে জোর দিচ্ছেন। সেই টিকা এখন দেওয়াও শুরু করেছে রাশিয়া। তবে এখন টিকাকরণকে ট্রায়ালের অংশ হিসাবেই নেওয়া হচ্ছে।
রাশিয়ায় এখনও ৬০ হাজার মানুষ টিকাকরণে অংশ নিতে চেয়ে, স্বেচ্ছাসেবক হতে চেয়ে নাম নথিভুক্ত করেছেন। তারমধ্যে ৩ হাজার জনকে শুধু মস্কোতেই টিকা দেওয়া হয়েছে।
এদিকে স্পুটনিক ভি আনার পর রাশিয়া প্রবল সমালোচনার মুখে পড়ে। দেশের বাইরে তো বটেই এমনকি দেশের মধ্যেও প্রবল সমালোচনার ঝড় ওঠে। অনেক বিশেষজ্ঞ এভাবে ট্রায়াল সম্পূর্ণ না করেই টিকা আনার প্রবল বিরোধিতা করেন।
এমনকি তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কয়েকজনের অসুস্থ হওয়ার খবরও সামনে আসে। যদিও রাশিয়ার তরফে দাবি করা হয় এমনটা হতেই পারে। কারও কারও এমন ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দেয়। তা ক্ষতিকর নয়।
এদিকে ভারতের ডক্টর রেড্ডিজ সংস্থার সঙ্গে রাশিয়া ট্রায়াল নিয়ে গাঁটছড়া বেঁধেছে। রেড্ডিজের সঙ্গে মিলে স্পুটনিকের ট্রায়াল বিশ্বে চালাতে চাইছে রাশিয়া।
স্পুটনিক ভি যদি সত্যিই সাফল্য পায় তাহলে ডক্টর রেড্ডিজ-এর হাত ধরে ভারতেও হয়তো স্পুটনিক ভি দ্রুত ঢুকতে পারে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা