১০ কোটি স্পুটনিক টিকা তৈরি হবে ভারতে
ভারতে তৈরি হবে ১০ কোটি স্পুটনিক টিকা। বিশ্বের প্রথম নথিভুক্ত টিকার ১০ কোটি ডোজ ভারতে তৈরির কথা ঘোষণা করেছে রাশিয়াই।
মস্কো : ভারতে টিকা তৈরি কেমন এগোচ্ছে সে বিষয়ে খোঁজখবর শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেবেন বলে আগেই জানা গিয়েছিল। ভারতে যে কটি টিকা উৎপাদনের কাজ হচ্ছে সবকটি সংস্থার সঙ্গে সরাসরি কথা বলেই তিনি সবটা জানার চেষ্টা করছিলেন।
নভেম্বরের শেষে পৌঁছে কিন্তু এখনও পরিস্কার নয় ভারতে কবে থেকে সাধারণ মানুষের জন্য টিকাকরণ শুরু হবে। এদিকে ভারতে কিন্তু বেশ কয়েকটি টিকা তৈরি হচ্ছে।
রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি গত অগাস্টেই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক টিকা হিসাবে নথিভুক্ত হয়। সেই টিকার ট্রায়াল ভারতেও হচ্ছে। সেইসঙ্গে ভারতেই এবার স্পুটনিক ভি উৎপাদনও হবে।
রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো তাদের জন্য বছরে ১০ কোটি ডোজ তৈরি করবে।
গত সপ্তাহেই রাশিয়া জানায় তাদের তৈরি স্পুটনিক ভি টিকা ৯৫ শতাংশ কার্যকরী হিসাবে প্রমাণিত হয়েছে। ক্লিনিকাল ট্রায়ালের পর তার রিপোর্ট দিতে গিয়ে একথা জানানো হয়।
ইতিমধ্যেই আমেরিকার ফাইজার ও মডার্না জানিয়ে দিয়েছে তাদের তৈরি টিকা ৯০ শতাংশের ওপর কার্যকরী হিসাবে প্রমাণিত হয়েছে।
রাশিয়ার স্পুটনিক ভি ভারতে তৈরি হওয়া শুরু হবে ২০২১ সালের গোড়ার দিক থেকে। রাশিয়া এটাও জানিয়ে দিয়েছে তাদের এই টিকা ডোজ প্রতি ১০ ডলারে বিক্রি হবে বিশ্ব বাজারে। যা অন্য বেশ কিছু টিকার চেয়ে কম দামে পাওয়া যাবে। যদিও সেরাম যা জানিয়েছে তাতে অ্যাস্ট্রাজেনেকার টিকা আরও কম দামেই বিক্রি হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা-র যৌথ উদ্যোগে যে টিকা তৈরি হয়েছে সেটিও ৯০ শতাংশের ওপর কার্যকরী বলে জানায় সংস্থা। তবে তারপর তাদের টিকায় সামান্য ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়ে আরও একটি ট্রায়ালের পথে হাঁটছে তারা। যদিও এই টিকা ভারতে যারা তৈরি করছে সেই সেরাম জানিয়ে দিয়েছে ওই টিকায় কোনও সমস্যা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা