সীমান্তে দেড় লক্ষ সেনা, সারি সারি যুদ্ধবিমান, আক্রমণ কি সময়ের অপেক্ষা
সীমান্তে দেড় লক্ষের ওপর সেনা মোতায়েন রয়েছে। এবার একটি উপগ্রহ চিত্রে সীমান্তে সারি সারি যুদ্ধবিমানও মোতায়েন হয়েছে বলে দেখা গেছে। তাহলে কি যুদ্ধ লাগল।
সীমান্তে দেড় লক্ষের ওপর সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এমনই দাবি করেছে আমেরিকা। ইউক্রেন সীমান্তের ১ কিলোমিটারের মধ্যেই এই সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আমেরিকা।
চিন্তা আরও বাড়িয়ে এবার একটি উপগ্রহ চিত্র সামনে এসেছে। যেখানে ধরা পড়েছে রাশিয়া সারি সারি যুদ্ধবিমান তৈরি রেখেছে ইউক্রেন সীমান্তে।
৫টি কৌশলগত ভাবে সঠিক জায়গায় এই বিমান মোতায়েন রয়েছে। যা আদপে এক রণসজ্জা বলেই মনে করছেন সকলে। যদিও বিশ্বের বিভিন্ন দেশের চাপের মুখে রাশিয়া এটাই জানিয়েছে যে তারা তাদের সেনা সীমান্ত থেকে তুলে নিচ্ছে। কিন্তু সেনা সেভাবে তুলে নেওয়া হচ্ছেনা বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
রাশিয়া ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকেও মদত দেওয়া শুরু করেছে বলে কয়েকটি মহল থেকে দাবি উঠেছে। এভাবে রাশিয়া কি তবে ইউক্রেনের অভ্যন্তরে আগেই অশান্তির পরিবেশ তৈরি করে দিতে চাইছে?
এখনও একটা দমবন্ধ পরিস্থিতি কিন্তু ইউক্রেন সীমান্তে রয়েছে। বিষয়টির ওপর নজর রাখছে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলিও। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু একটা টানটান উত্তেজনায় পৌঁছেছে।
এদিকে অনেক বিশেষজ্ঞই মনে করছেন পুতিন সরকার যদি যুদ্ধের পথে পা বাড়ায় তাহলে তা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে। যা সারা পৃথিবীর জন্যই খুব একটা সুখের হতে পারেনা। যদিও ইউক্রেন আক্রমণ নিয়ে রাশিয়া সরাসরি কোনও বার্তাই দেয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা