ভিনগ্রহীদের ব্যাপারে আগ্রহ মোটামুটি আট থেকে আশি সকলেরই আছে। কিন্তু জন্মের পর জ্ঞান হওয়ার পর থেকেই সেই ভিনগ্রহীদের সমস্ত তথ্য মায় তাদের সভ্যতার বিবরণ বলে দেওয়া? নাহ, এটা বোধহয় অসম্ভবই। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন বরিস্কা কিপ্রিয়ানোভিচ নামে এক রুশ তরুণ। তাঁর জ্ঞানের বহর দেখে স্তম্ভিত নাসাও।
গবেষকদের কাছে বরিস্কার দাবি, তিনি গত জন্মে এলিয়েনদের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত মঙ্গল গ্রহে জন্মেছিলেন। তাঁর আরও দাবি, লালগ্রহের প্রাণিরা প্রায় ৭ ফুট লম্বা। তারা মাটির নিচে থাকে এবং কার্বন ডাই অক্সাইড-কে শ্বাস হিসেবে গ্রহণ করে।
পৃথিবীর মিশরীয় সভ্যতার অধিবাসীদের সাথে সেই ভিনগ্রহীদের উষ্ণ সম্পর্ক ছিল। তিনি একজন পাইলট হিসেবে কিভাবে পৃথিবী ভ্রমণে এসেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন বরিস্কা।
আপাতত এই জাতিস্মরের গত জন্মের দাবি নিয়ে শোরগোল পরে গেছে। সাধারণত এসব দাবিকে গাঁজাখুরি বলেই মনে করেন বিজ্ঞানীরা। কিন্তু এক্ষেত্রে বরিস্কার দাবিকে ততটাও তাচ্ছিল্য করছেন না তাঁরা। বরং তাঁর গত জন্মের কথা মন দিয়ে শুনছেন বিজ্ঞানীরা।