২৫ বছরের কম বয়সী ছাত্রীদের অর্থের হাতছানি দিয়ে মা হাওয়ার আহ্বান
বয়স ২৫ বছরের নিচে হতে হবে। হতে হবে ছাত্রীও। তাঁকে মা হতে হবে। যদি এই বয়সের কোনও ছাত্রী মা হন তাহলে মিলবে মোটা টাকা। ২ দেশের রাস্তায় তৃতীয় দেশ।
মা হতে হবে তাঁদের। যাঁদের বয়স ২৫ বছরের নিচে হবে। শুধু তাই নয়, স্থানীয় কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রী হতে হবে তাঁকে। শর্ত হল একটি সুস্থ শিশুর জন্ম দিতে হবে। তাহলেই মোটা টাকা মিলবে। যা অন্য কেউ নয়, হাতে তুলে দেবে স্থানীয় প্রশাসন।
ভারতীয় টাকার অঙ্কে যা ৮১ হাজার টাকার মতন। নেহাত কম নয়। তবে শর্ত একটাই মা হতে হবে ছাত্রীদের। এই চমকে দেওয়া অফারটি নতুন বছরের নতুন চমক হিসাবে সামনে এনেছে রাশিয়ার কারেলিয়া এলাকার প্রশাসন।
রাশিয়ায় গত ২৫ বছরে কমেছে জন্মহার। ২০২৪ সালে রাশিয়ায় জন্মহার ২৫ বছরে সর্বনিম্ন। তাই সে দেশে শিশুর জন্ম বাড়াতে কার্যত মরিয়া হয়ে উঠেছে সরকার।
কারেলিয়া বলেই নয়, রাশিয়ার ১১টি এলাকার প্রশাসন এমন অফার দিচ্ছে। যাতে ২৫ বছরের কম বয়সী মেয়েরা মা হওয়ার প্রতি আকর্ষণ অনুভব করেন।
এই ধরনের অর্থের হাতছানি ও সুযোগ সুবিধার ঘোষণা এর আগে চিন ও জাপানেও দেখা গেছে। সেখানেও জন্মহার তলানিতে গিয়ে ঠেকেছে। তাই সে দেশেও মা হওয়ার জন্য নানা সুযোগের হাতছানি দিচ্ছে সরকার।
সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা নিয়ে এসব দেশের তরুণ প্রজন্ম এতটাই অনিশ্চিত যে তারা বিয়ে, সংসার, সন্তানের জন্ম নিয়ে একেবারেই ভাবছে না। ফলে চিন, জাপান বা রাশিয়ার মত দেশে হুহু করে কমছে জন্মহার।
যদিও এসব থেকে অনেক দূরে ভারত। এদেশে এমন কোনও সমস্যা নেই। বরং ভারতে জনবিস্ফোরণ আজও একটা বড় সমস্যা। এখন চিনকে টপকে ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।