এজবাস্টনে বিশ্বকাপের ম্যাচ দেখতে যে ২ ব্যক্তিত্বকে এক ফ্রেমে পাওয়া গেল তা সারা ভারতের জন্য অবশ্যই সুন্দর ছবি। একই ফ্রেমে ধরা পড়লেন শচীন তেন্ডুলকর ও গুগল সিইও সুন্দর পিচাই। ২ ভারতীয়, ২ কিংবদন্তী। নিজের নিজের ক্ষেত্রে সর্বোচ্চ শিখর ছোঁয়া ব্যক্তিত্ব। তাঁদের এই ছবি প্রকাশ করেন শচীন তেন্ডুলকর। তলায় প্রশ্নের সুরে লেখেন এটা কি সুন্দর ছবি?
শচীনের এই প্রশ্নের মধ্যে বুদ্ধিদীপ্ত ছোঁয়াটা উপভোগ করেই হয়তো তার উত্তর দেন সুন্দর পিচাই। লেখেন ‘বহুত বড়িয়া’ অর্থাৎ খুব ভাল। এটাও লেখেন তিনি ধোনির মত করেই কথা বললেন। সেইসঙ্গে জানান শচীনের সঙ্গে একসঙ্গে খেলা দেখে তৃপ্ত। বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে গেলেন তিনি। প্রসঙ্গত স্টাম্পের পিছনে দাঁড়িয়ে প্রায়ই ধোনিকে বলতে শোনা যায় বহুত বড়িয়া। স্টাম্প মাইক্রোফোনে কথাটা শোনাও যায়। যা ইতিমধ্যেই জেনেও গেছেন সকলে।
সামনে কাচের দেওয়াল। ওধারে বিশাল স্টেডিয়াম। এপাশে বসে শচীন তেন্ডুলকর ও সুন্দর পিচাই। শচীনের পরনে শ্যুট, চোখে রোদচশমা। অন্যদিকে সুন্দরের চেহারার মধ্যে ভারতীয় ভাবটা প্রবল। খুবই সাদামাটা চেহারার মানুষটি পড়েছিলেন ফুলহাতা সোয়েটার। মুখে হাসি। কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে ২ জনকেই ছবি তুলতে হয়। এই ছবিই এখন সারা ভারতবাসীর চোখের সামনে ভাসছে।