রেগে আগুন সইফ আলি খান, খোলাখুলি জানালেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গোপন কথা
বিভিন্ন চ্যানেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো হয়েই থাকে। কিন্তু তার নেপথ্যে কি চলে তা নিয়ে মুখ খুলে দিলেন সইফ আলি খান। কার্যত রেগে আগুন সইফ।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে রেগে আগুন সইফ আলি খান। টিভির পর্দায় নানা চ্যানেলে যেসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চোখ ঝলসানো জৌলুস নজর কাড়ে দর্শকদের তাকে পৃথিবীর সবচেয়ে বড় হাস্যকর কাণ্ড বলে দাবি করলেন বলি তারকা সইফ আলি খান।
সইফের মতে, এসব অনুষ্ঠান আসলে দর্শকদের বোকা বানিয়ে চলেছে। সবচেয়ে বেশি বোকা বনে যান টিভির পর্দায় চোখ রাখা দর্শকরা। কারণ যা দেখানো হয় তার পিছনে স্পন্সরদের স্বার্থ জড়িয়ে থাকে। কোনও প্রকৃত বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ত কথা হয়না।
খরচ যদি করা হয় তাহলে তা পুরস্কারে করা হয়না। করা হয় কেবলমাত্র নাচে। নানা গানের সঙ্গে নাচে। সেখানে কথায় কথায় অনুষ্ঠানে অংশ নেওয়া অডিয়েন্স হাসতে থাকেন।
এমন কথায় হাসেন যা নিয়ে হাসার কি আছে বলে মনে হয় সাধারণ দর্শকদেরও। কিন্তু ওখানে সবাই হেসে গড়িয়ে পড়েন। সইফের কথায় এটা স্পষ্ট যে এ সবই আদপে অভিনয়। পুরোটাই সাজানো।
এখানে বিনোদনের পিছনেও আসলে কোনও অর্থ ব্যয় করা হয়না। কেবল নিম্নমানের অনুষ্ঠান করে দর্শকদের বোকা বানানোর কৌশল হল এই সব অনুষ্ঠান। যেখানে সকলে অত্যন্ত নিম্নমানের চুটকিতেও হাসতে থাকেন।
সইফের মতে, এসব অনুষ্ঠানের কোনও আদর্শগত দিক নেই। কেবল বাড়িতে বসে যাঁরা টিভির পর্দায় এসব অনুষ্ঠান দেখছেন তাঁদের সারাক্ষণ বোকা বানানোর চেষ্টা চলতে থাকে। সইফ যে এসব অনুষ্ঠানের মান নিয়ে রীতিমত ক্ষুব্ধ তা তিনি অকপটেই বলতে দ্বিধা করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা