ছেলেকে এভাবে আমির খানের কাছে কেন যেতে বললেন সইফ আলি খান
ছেলে ইব্রাহিম বড় হয়েছেন। তাঁকে এবার আমির খানের কাছে যাওয়ার পরামর্শ দিলেন সইফ আলি খান। কেন এমনটা বললেন তাও জানালেন সইফ।
বলিউডে ৩ সুপারস্টার শাহরুখ, আমির ও সলমন খান ছাড়াও যিনি পর্দা কাঁপিয়েছেন তিনি সইফ আলি খান। তাঁকে বলিউডের চতুর্থ খান বলা যেতেই পারে। সেই সইফের ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছেন। তাই এবার তাঁকে আমির খানের কাছে যাওয়ার পরামর্শ দিলেন সইফ আলি খান।
একটি টিভি শোয়ে হাজির হয়ে সেকথা সকলকে খোলাখুলি জানান সইফ। জানান, তিনি চান ছেলে ইব্রাহিম আমির খানের কাছে যান। কিছু শিখুন। যদিও আমির খান নিজে বলেন তিনি এমন একটা প্রজন্মের মানুষ যাঁদের কথা ছেলেমেয়েরা একেবারেই শোনেন না।
তাঁরা ছোটবেলায় বাবা মায়ের কথা শুনে বড় হয়েছেন। তাই আশা করতেন তাঁদের ছেলেমেয়েরাও তাঁদের কথা শুনবেন। কিন্তু তাঁদের ছেলেমেয়েরা তা করেননা।
ছোটবেলায় তাঁকে অভিভাবকদের বকা শুনতে হয়েছে। আর এখন ছোটদের বকা শুনতে হচ্ছে। আমির কথায় কথায় এও জানান যে জ্যাকি শ্রফ তাঁর খুব ভাল বন্ধু।
জ্যাকির ছেলে টাইগার শ্রফ যখন সিনেমায় পা দিতে যাচ্ছিলেন তখন জ্যাকি আমিরকে অনুরোধ করেন তাঁর ছেলে কেমন তৈরি তা একবার টাইগারকে কিছুটা সময় দিয়ে পরখ করে নিতে।
আমির নিজেই একটি শোতে এসে স্বীকার করেছিলেন যে তাঁর সন্তানেরা তাঁর কথা একেবারেই কানে তোলেন না। যদিও বলিউডে আমির খানকে প্রতিভাবান মানুষ বলেই মনে করেন সকলে।
তিনি শুধু অভিনয়তেই দক্ষ এমনটা নয়, সিনেমার গভীর জ্ঞান রয়েছে তাঁর। ঠিক সেই কারণেই সইফ চান তাঁর ছেলে ইব্রাহিম আমির খানের কাছে সিনেমার পাঠ নিন। এখন দেখার, বাবার ইচ্ছা মেনে সত্যিই ইব্রাহিম আমিরের কাছে পড়াশোনা করতে যান কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা