Entertainment

মধ্যরাতে হানা সইফ আলি খানের বাড়িতে, অভিনেতাকে একের পর এক কোপ

বলিউড তারকা সইফ আলি খানের ওপর হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বলিউডকে। লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার অভিনেতার শরীরে। হন্যে হয়ে আততায়ীকে খুঁজছে পুলিশ।

বলিউড তারকা সইফ আলি খান স্ত্রী করিনা কাপুর খান ও ২ সন্তানকে নিয়ে বছর শেষের ছুটি কাটাতে গিয়েছিলেন সুইৎজারল্যান্ডে। এই সপ্তাহেই বাড়ি ফিরেছেন। বেড়িয়ে ফিরে তাঁরা বান্দ্রার বাড়িতে ছিলেন। সেখানেই রাত আড়াইটে নাগাদ এক আততায়ী ঢুকে পড়ে।

ঢুকতেই নজর পড়ে এক পরিচারিকার। তিনি রুখে দাঁড়ান। বাদানুবাদ শুরু হয়। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন সইফ আলি খান। ওই অপরিচিত ব্যক্তিকে বার করে দেওয়ার চেষ্টা করেন সইফ। তখনই তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।


আর ঠিক তখনই সইফকে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে ওই ব্যক্তি। জানা যাচ্ছে ৬ বার ছুরির কোপ পড়েছে সইফের দেহে। বলি তারকাকে এভাবে রক্তাক্ত করার পর সেখান থেকে চম্পট দেয় ওই আততায়ী।

দ্রুত সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। নিউরোসার্জন, কসমেটিক সার্জন মিলে অপারেশন করেন।


যেটুকু খবর, সইফ আলি খান এখন বিপদমুক্ত। ঘটনায় সইফের বাড়ির এক পরিচারিকাও ছুরির কোপে রক্তাক্ত হন। তাঁরও চিকিৎসা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে লুঠের উদ্দেশ্যেই প্রবেশ করেছিল ওই ব্যক্তি। নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে বাড়ির যাবতীয় সিসিটিভি ফুটেজ। এরমধ্যেই আততায়ীর খোঁজে একাধিক পুলিশের দল নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।

এদিকে এক বলিউড তারকার বাড়িতে এভাবে এক ব্যক্তি কীভাবে মাঝরাতে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় ভিতরের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই বাড়িতে থাকা প্রত্যেক পরিচারক ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button