বুধবার থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। সেখানে অন্যতম প্রতিযোগী দেশ ভারত। মহিলা ব্যাডমিন্টনে ভারতের প্রতিনিধিত্ব করছেন সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। দুজনেরই পদকতালিকায় থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু তার আগে সাইনা নেহওয়াল ক্ষোভ উগরে দিলেন ট্যুইটারে। তাঁর অভিযোগ, গেমস ভিলেজে পৌঁছে তিনি জানতে পারেন তাঁর বাবার নাম ভারতীয় টিমের আধিকারিক তালিকায় নেই। অর্থাৎ না তিনি গেমস ভিলেজে প্রবেশ করতে পারবেন, না সাইনার খেলার সময় তাঁর সঙ্গে থাকতে পারবেন।
সাইনার দাবি, এর আগে কমনওয়েলথ গেমসে ভারতীয় টিমের আধিকারিকদের তালিকায় তাঁর বাবা হরবীর সিংয়ের নাম ছিল। সেজন্য প্রয়োজনীয় অর্থও তিনি প্রদান করেছিলেন। সব ঠিক ছিল। আচমকা তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছে দেখছেন তাঁর বাবার নাম আধিকারিকদের তালিকায় নেই। এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি প্রতিযোগিতা চলাকালীন তিনি তাঁর পিতায় সমর্থন চান। খেলার সময়ে তাঁকে পাশে চান।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)