
ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। মুসলিম মহিলাদের অবস্থা পায়ের জুতোর মত বলে দাবি করেন তিনি। মুসলিম মহিলাদের মসজিদে ঢোকার অধিকারের পক্ষে সওয়াল করে এদিন বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন সাক্ষী মহারাজ। এই অধিকার মুসলিম মহিলাদের হাতে তুলে দেওয়ার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর দাবি, দেশ সংবিধান দ্বারা পরিচালিত হবে, ফতোয়া দ্বারা নয়। স্বভাবতই সাক্ষী মহারাজের নতুন বোমায় বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। সাক্ষী মহারাজের বক্তব্য তাঁর ব্যক্তিগত বলে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কয়েকজন বিজেপি নেতা। গত বছরও হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে প্রতিটি হিন্দু মহিলাকে কমপক্ষে চার সন্তানের জন্ম দেওয়ার কথা বলে বিতর্কের ঝড় তুলেছিলেন উন্নাওয়ের এই বিজেপি সাংসদ।