তাঁর সুরক্ষার দায়িত্ব যাঁদের ওপর। ফ্যানদের ঝাঁপিয়ে পড়া থেকে তাঁকে যাঁরা সারাক্ষণ বাঁচিয়ে রাখেন তাঁদের একজনকে টেনে এক চড় কষিয়ে দিলেন সলমন খান। ঘটনাটি ঘটেছে একটি সিনেমা হল থেকে বার হওয়ার সময়। সলমন ওই হল থেকে বার হওয়ার পরই তাঁর অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন। সকলেই চেষ্টা করছিলেন সলমনের কাছে আসতে। সুরক্ষাকর্মীরা কোনওক্রমে তাঁদের সরিয়ে সলমনকে যাওয়ার রাস্তা করে দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় আচমকাই ঘুরে গিয়ে এক সুরক্ষাকর্মীকে ঠেসে এক চড় কষান সলমন খান।
ঘটনাটি ঘিরে রীতিমত হৈচৈ সৃষ্টি হয়। কিন্তু কেন এভাবে এক সুরক্ষাকর্মীকে চড় কষালেন সলমন? যেটুকু জানা গেছে যে ভিড় সরিয়ে সলমনের জন্য রাস্তা করে দেওয়ার সময় একটি বাচ্চা সলমনের কাছে যেতে যায়। তখনই তাকে সরিয়ে দেন ওই সুরক্ষাকর্মী। কিন্তু যেভাবে ওই বাচ্চাটিকে তিনি সরান তা দেখে সলমন রেগে যান। ওখানেই দাঁড়িয়ে পড়ে চড় কষিয়ে দেন তিনি।
সলমনের এই আচরণে নেটিজেনরা কিন্তু দ্বিধাবিভক্ত। অনেকে বলছেন, এটাই একটা মানুষের মত মানুষ হওয়ার লক্ষণ। কেউ বলছেন সলমনের অনেক গুণের এটাও একটা গুণ। অন্যদিকে নেটিজেনদের একাংশ আবার এই আচরণকে ভাল চোখে নিচ্ছেন না। তাঁদের বক্তব্য, যাই হোক না কেন কাউকে এভাবে চড় মারা যায়না। অনেকের মতে, ওই সুরক্ষাকর্মী তাঁর ডিউটি করছিলেন মাত্র। সেটাই তাঁর কাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা