পেশীবহুল সাজানো শরীর। বাংলায় যাকে বলে মুগুর ভাঁজা চেহারা। মেদহীন পেশীবহুল এমন শরীর পেতে কম কসরত করতে হয়না! জিমে দীর্ঘ সময় কাটানো। হিসেব কষে খাওয়া। নিয়মিত জীবন যাপন। সবই দরকার পড়ে। আর বলিউডে যদি ৫০ বছর বয়স পার করেও এখনও কেউ এমন সুঠাম শরীর ধরে রেখে থাকেন তবে তিনি বলিউড সুপারস্টার সলমন খান। শরীরচর্চায় অভ্যস্ত সলমন এবার দেশ জুড়ে চালু করতে চলেছেন তাঁর জিম।
এসকে ২৭ নাম দিয়ে সলমন খান দেশ জুড়ে বিভিন্ন শহরে চালু করতে চলেছেন তাঁর জিম। সলমন খানের জিম। ২০২০ সালের মধ্যে দেশ জুড়ে ৩০০টি জিম চালু করতে চলেছেন তিনি। সবই অবশ্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে খোলা হবে। সলমনের তরফে জানানো হয়েছে, এর ফলে দেশে কর্মসংস্থানও কিছুটা তৈরি করা সম্ভব হবে। কিছু মানুষের চাকরি হবে। কেউ ফ্র্যাঞ্চাইজি নেবেন। কেউ জিমে ট্রেনার হবেন। এঁরা চাকরি পাবেন।
গত এপ্রিলেই সলমন খান ফিটনেস কিটস-এর নিজস্ব ব্র্যান্ড বাজারে এনেছেন। নাম দিয়েছেন বিইং স্ট্রং। ইতিমধ্যেই বিইং স্ট্রংয়ের ফিটনেস কিটস দেশের ১৭৫টি জিমে ব্যবহার হচ্ছে। ক্রমশ তা আরও ছড়াচ্ছে। সলমন খানের এই জিম চেন ফিট ইন্ডিয়া মুভমেন্টেও অন্যতম ভূমিকা পালন করবে। কারণ জিমগুলি মানুষকে ফিট থাকতে সাহায্য করবে। যা ভারতকে সুস্থ রাখার বার্তাই আখেরে বহন করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা