বলিউড সুপারস্টার সলমন খানকে যে তারাই হুমকি দিয়েছিল তা প্রথমে পুলিশের জানা ছিলনা। পুলিশ তাদের গ্রেফতার করে গাড়ি চোর সন্দেহে। তারপর জানা যায় তারা গাড়ি চুরি ও ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত। পুলিশ তাদের জেরা শুরু করে। পরে পুলিশ জানতে পারে এরাই সেই ২ ব্যক্তি যারা সোশ্যাল সাইটে সলমন খানকে হুমকি দিয়েছিল। আপাতত ধৃত দুজনেরই গারদের পিছনে জায়গা হয়েছে।
ধৃতদের মধ্যে একজন ফেসবুকে নিজের পরিচয় দিয়েছিল জ্যাকি বিষ্ণোই ওরফে লরেন্স বাবল নামে। অন্যজনের নাম জগদীশ। এরা ২ জনে ২টি গাড়ি চুরি করেছিল। সেই গাড়িতে করে ড্রাগ পাচার করাই ছিল উদ্দেশ্য। আর সলমন খানকে হুমকি দেয় চটজলদি পরিচিতি পেতে। জ্যাকি আবার নিজের নামের সঙ্গে লরেন্স নামটা জুড়ে দেয়। যাতে সকলে মনে করে সে জয়পুরের লরেন্স গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
গত ২৬ সেপ্টেম্বর জ্যাকি হুমকি দেয় ফেসবুকে। তখন অবশ্য তাকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। কিন্তু একটি খুব দামি গাড়ির চারপাশে সন্দেহজনকভাবে ২ জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জয়পুরে তাদের প্রথমে আটক করে। পরে তাদের গ্রেফতার করা হয়। তারপর জেরার মুখে তারা স্বীকার করে তারাই সলমন খানকে হুমকি দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা