লকডাউনে গায়ক হলেন সলমন খান
লকডাউনে গৃহবন্দি থাকা মানুষজন নিজেদের অবদমিত শখ আহ্লাদ পূরণ করেছেন চুটিয়ে। সলমন খান যেমন গানের গলাটা তৈরি করে নিলেন এই কদিনে।
মুম্বই : অমিতাভ বচ্চন সহ অনেক অভিনেতাকেই প্রয়োজনে গান গাইতে দেখা গেছে। সলমন খানও তাঁর গানের গলাটা তৈরি করে ফেললেন এই লকডাউন। শুধু গানের গলা তৈরি করাই নয়, তিনি ৩টি গান রেকর্ডও করে ফেলেছেন। তা প্রকাশও করে ফেলেছেন। যাতে সুপারহিরো সলমন খানের গানের দক্ষতা ভালই প্রকাশ পেয়েছে। বোঝাই যাচ্ছে লকডাউনে গান সাধাটা তাঁর কাজে দিয়েছে।
সলমন খান ৩টি গান রিলিজ করেছেন। মুক্তি পাওয়া ৩টি গান আলাদা আলাদা। ভিন্ন ধর্মী ৩টি গানের একটি হল প্রেমের গান। ‘তেরে বিনা’ গানটি সলমন গেয়েছেন নিছক প্রেমের গান হিসাবে। করোনা প্যানডেমিক-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি অ্যান্থেমও গেয়েছেন তিনি। ‘পেয়ার করোনা’ গানটিও যথেষ্ট হিট করেছে। এছাড়া ইদে প্রতি বছরই সলমন খানের নতুন সিনেমা রিলিজ হয়। এবার রিলিজ হয়েছে সলমনের গাওয়া গান।
ইদের কথা মাথায় রেখে সলমন খানের গাওয়া ‘ভাই ভাই’ সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের কথা বলেছে। সলমন খানের প্রতি বছরই ইদে একটি সিনেমা রিলিজ হয়। এবার ইদে রিলিজ হওয়ার কথা ছিল ‘রাধে’। নায়িকা হিসাবে রাধে সিনেমায় রয়েছেন দিশা পাটানি। লকডাউনের মধ্যেই এবার ইদ পালিত হয়েছে। ফলে কোনও সিনেমা রিলিজের প্রশ্নই ছিলনা। রাধে তাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা