
জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন না বলিউড তারকা সলমন খান। তাঁর আইনজীবীরা এদিন চিঠি পাঠিয়ে সলমনের বক্তব্য জানিয়ে দিয়েছেন। সুলতান সিনেমার শ্যুটিং চলাকালীন শ্যুটিং শেষে তাঁর নিজেকে ধর্ষিতা নারীর মত মনে হত। সলমন খানের এমন মন্তব্য সামনে আসার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এমন উক্তির জন্য সলমনকে ক্ষমা চাইতে বলে তাঁকে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন। যার উত্তর এতদিনেও দেননি সলমন। অবশেষে বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা উত্তর দিলেন ঠিকই। তবে জানিয়ে দিলেন সলমন তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। তাঁরা আরও পরিস্কার করে দিয়েছেন সলমন ক্ষমা না চাইলেও জাতীয় মহিলা কমিশনের তাঁকে জরিমানা করা, তাঁর বিচার করার ক্ষমতা নেই। এদিকে এদিন সুলতান সিনেমায় সলমনের নায়িকা অনুষ্কা শর্মা সলমনের ধর্ষণ উক্তি নিয়ে মুখ খুলেছেন। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা ওই উক্তিকে অসংবেদনশীল মন্তব্য বলে সমালোচনা করেছেন।