ভেন্টিলেশনে সলমন রুশদি, নষ্ট হয়ে যেতে পারে একটি চোখ
দ্যা স্যাটানিক ভার্সেস-এর লেখক সলমন রুশদি আপাতত ভেন্টিলেশনে। তাঁর অনেকগুলি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিখ্যাত এই লেখকের একটি চোখও নষ্ট হয়ে যেতে পারে।
নিউ ইয়র্কের একটি সাহিত্যসভায় আচমকাই তাঁর ওপর হামলা হয়। হল ভর্তি মানুষের সামনেই এক যুবক স্টেজে উঠে ৭৫ বছর বয়স্ক রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে।
সলমন রুশদির ঘাড়ে ও পেটে একের পর এক কোপ পড়ে। রক্তাক্ত হতে থাকেন দ্যা স্যাটানিক ভার্সেস-এর লেখক। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রুশদিকে চিকিৎসকেরা পরীক্ষা করার পর দ্রুত ভেন্টিলেশনে দিতে হয়। সেখানেই আপাতত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। সলমন রুশদির মুখপাত্র জানিয়েছেন, খবর খুব একটা ভাল নয়। রুশদির অনেক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে।
যা পরিস্থিতি তাতে চিকিৎসকদের আশঙ্কা তাঁর একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ক্ষতি হতে পারে লিভারের। কারণ পেটে ছুরি বসানোর ফলে সরাসরি লিভারের ক্ষতি হয়ে গেছে। হাতেরও বেশ কয়েকটি স্নায়ু বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
যে ২৪ বছরের যুবক সলমন রুশদির ওপর এই হামলা চালায় তার নাম হাদি মাতার। পুলিশ তাকে গ্রেফতার করলেও কেন সে এই কাজ করেছে তা এখনও পরিস্কার নয়। হাদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করে পুলিশ বোঝার চেষ্টা করছে তার প্রবণতা।
এদিকে সলমন রুশদির ইন্টারভিউ যিনি আক্রমণের সময় নিচ্ছিলেন সেই হেনরি রিসে-র মাথাতেও বড় ধরনের আঘাত লেগেছে। আক্রমণের পর আশপাশের কয়েকজনই ছুটে গিয়ে হাদিকে সরিয়ে নিয়ে এসে তাকে পাকড়াও করে রাখেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা