বাবাকে ক্রিকেট খেলতে যাচ্ছি বলে সেদিনই ক্রিকেট ছেড়ে দিলেন অভিনেতা
বাবাকে বলেছিলেন তিনি ক্রিকেট খেলতে যাচ্ছেন। বাবাও তা শুনে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু সেদিনই ক্রিকেট ছেড়ে দিলেন অভিনেতা। বাবাকে মিথ্যে বলায় আক্ষেপ নেই তাঁর।
বাবা ছিলেন ভাল ক্রিকেটার। চেয়েছিলেন ছেলেও বড় ক্রিকেটার হোক। বাবার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কম বয়স থেকেই তিনি মাঠে। চলে ক্রিকেট প্রশিক্ষণ। ক্রমে উন্নতিও হতে থাকে। প্রথমে জেলা স্তরের ক্রিকেটার এবং পরবর্তী কালে রাজ্য স্তরের ক্রিকেটার হয়ে ওঠেন তিনি।
ছেলের এই উন্নতি দেখে ক্রিকেটে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান বাবা। তাই সেদিন যখন ইন্দোরের ছেলেটা বাবাকে এসে জানালেন যে তিনি ইন্দোর ছেড়ে মুম্বই যেতে চান আরও বড় পরিসরে ক্রিকেট খেলার জন্য, তখন বাবা সাগ্রহে তাঁকে মুম্বই ছেড়ে দেন। কিন্তু বাবাকে সেদিন মিথ্যা বলেছিলেন তিনি। আসলে মুম্বই গিয়েছিলেন তাঁর ছোট থেকে লালিত স্বপ্ন পূরণ করতে।
বাবার ইচ্ছায় ক্রিকেট খেললেও তিনি ব্যক্তিগতভাবে মনেপ্রাণে চাইতেন অভিনেতা হতে। নিজের সেই স্বপ্নকে হত্যা করতে চাননি তিনি।
তাই বাবাকে মিথ্যা বলে মুম্বই পৌঁছে ক্রিকেট নয়, তিনি শুরু করলেন মডেলিং এবং থিয়েটারে অভিনয়। এরপর ক্রমে তিনি টিভির পর্দায় পৌঁছে যান। মৈত্রী নামে একটি জনপ্রিয় টিভি শো-এ এখন তিনিই মূল আকর্ষণ।
সামর্থ্য জুরেল জানিয়েছেন, তিনি ক্রিকেটের কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন ছোটবেলার স্বপ্ন পূরণ করতে। তাই বাবাকে সেদিন মিথ্যা বললেও তার জন্য আক্ষেপ নেই।
এখনও সেটে সুযোগ পেলেই ইউনিটের সকলকে নিয়ে তিনি ক্রিকেট খেলতে নেমে পড়েন বলেও জানিয়েছেন অভিনয়কে জীবন করে নেওয়া সামর্থ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা