
ফের হাসপাতালে আগুন। তবে মুর্শিদাবাদের মত অত বড় আকারের নয়। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এদিন বেলা পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। আগুন লাগে হাসপাতালের ল্যাবে। দমকলের ৪টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এসি মেশিন থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল আধিকারিকরা। এদিকে জানলা দিয়ে ধোঁয়া বার হতে দেখে হাসপাতালের বহির্বিভাগে আতঙ্ক ছড়ায়। রোগী ও রোগীর আত্মীয়রা ভয়ে বেরিয়ে আসেন। তবে হাসপাতালের অন্য কোনও বিভাগে আগুনের আতঙ্ক ছড়ায়নি। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসতে ফের বহির্বিভাগে রোগী দেখার কাজ শুরু হয়।