
পর্যটনকে কাজে লাগিয়ে সরকারি কোষাগারে টাকা ঢোকানোর এক অভিনব উদ্যোগ নিল তেলেঙ্গানা সরকার। অপরাধীদের হাজতে কাটানো স্বাভাবিক। তাবলে বিনা অপরাধে জেলে! তাও আবার টাকা দিয়ে! অবাক হবেন না! তেলেঙ্গানার মেডাক জেলার সাঙ্গারেড্ডি এলাকায় রয়েছে ২২০ বছর পুরানো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল জেল। এখন আর এটাকে জেল হিসাবে ব্যবহার করা হয়না। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এখানে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা। কিন্তু গারদ যেমনকার তেমনই রাখা হয়েছে। আর সেখানেই এখন রাত কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে পর্যটকদের। একটা রাত জেলে কাটানোর অভিজ্ঞতা কেমন হয় তা পর্যটকরা চাইলেই উপভোগ করে দেখতে পারেন! বিনিময়ে তাঁদের গুণতে হবে ৫০০ টাকা। টাকা দিলেই মিলবে একদিন জেলের গারদের পিছনে কয়েদি জীবন কাটানোর সুযোগ। এই একদিনের জন্য গারদের পিছনে ঢোকার আগে তাঁদের দেওয়া হবে খাদির কয়েদি পোশাক, থালা, গ্লাস, মগ, বিছানা। পাবেন একটা ফ্যানও। একজন কয়েদির নিত্য প্রয়োজনের জিনিস দিয়ে তাঁদের ঢুকিয়ে দেওয়া হবে কালকুঠুরিতে। সেখানে একেবারেই অনাড়ম্বর, কঠিন, কষ্টকর কয়েদি জীবন যাপন করবেন তাঁরা। রাতও কাটাবেন। আর কাজ? হ্যাঁ, কয়েদিদের মত কায়িক পরিশ্রমের কাজ করতে হবে বটে। তবে খুব কঠিন কাজ নয়। গাছের চারা লাগানো বা জেল পরিস্কার করার মত শ্রম তাঁদের করতে হবে এই একদিনে। একদিন হয়ে গেলে মুক্তি। তাঁদের বার হওয়ার জন্য তখন অপেক্ষা করে রয়েছেন আর এক দল পর্যটক। কয়েদি জীবনের স্বাদ নিতে এবার তাঁদের জেলে ঢোকার পালা।