সঙ্গীতশিল্পী শান ও অরিজিত সিংকে ‘সঙ্গীত মহাসম্মান’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় জন্ম নেওয়া এই ২ সঙ্গীত ব্যক্তিত্ব যে বাইরে গিয়ে নিজেদের বিজয়মুকুট অর্জন করেছেন তা ব্যাখ্যা করতে গিয়ে কার্যতই আপ্লুত ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ৮ দিন ব্যাপী ‘বাংলা সঙ্গীত মেলা’ ও ‘বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন শান ও অজিরিত সিং ছাড়াও সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি, রাঘব বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, প্রতীক চৌধুরী ও সুরকার দেবজ্যোতি মিশ্রকেও সঙ্গীত মহাসম্মান পুরস্কারে ভূষিত করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)