সঙ্গীত, নৃত্য, নাটক সহ বিভিন্ন পারম্পরিক কলায় পারদর্শীদের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান অর্জন একটা স্বপ্ন। ২০১৭ সালের এমনই ৪২ জন গুণীজনের নাম সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল। এদিন ২০১৭-র সেই সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রাপকদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে সম্মান তুলে দেন।
একটি তাম্রপত্র, একটি অঙ্গবস্ত্র ও নগদ ১ লক্ষ টাকা ৪২ জন প্রাপকের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। কলা ক্ষেত্রে ভারতের অন্যতম সেরা পুরস্কার সঙ্গীত নাটক অ্যাকাডেমি। বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। প্রসঙ্গত গত বছর জুনেই প্রাপকদের নাম ঘোষণা হয়েছিল।
এদিনের সম্মান প্রদানে বাংলার প্রাপ্তি কম নয়। এঁদের মধ্যে বাংলার ৪ কৃতী রয়েছেন। সুগম সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, থিয়েটারের পরিচালক হিসাবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন বাপি বোস, বাউল সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন পার্বতী বাউল এবং পুতুলনাচের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন সুদীপ্ত গুপ্ত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)