প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত
প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধেয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুম্বই : বুকে একটা অস্বস্তি। তার সঙ্গে শ্বাসকষ্ট। ফলে আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ‘মুন্না ভাই’ হাসপাতালে এই খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তাহলে কী করোনা? এই পরিস্থিতিতে এমন প্রশ্ন স্বাভাবিক। তারওপর সঞ্জয় দত্তের শ্বাসকষ্ট রয়েছে। যা করোনার অন্যতম লক্ষ্মণ বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরাও কোনও ঝুঁকি নেননি। করোনা পরীক্ষা হয় তাঁর। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে চেষ্টা হয় করোনা কিনা তা দেখার। যদিও সেই রিপোর্টে নেগেটিভ আসে। করোনা যে নয় তা মোটামুটি নিশ্চিত হন সকলে।
সঞ্জয় দত্তের শ্বাসকষ্ট প্রবল থাকায় তাঁকে আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন তিনি। চিকিৎসকদের একটি দল তাঁর ওপর সারাক্ষণ নজর রাখছে। তবে জানা গেছে সঞ্জয় দত্তের অবস্থা স্থিতিশীল। এদিকে আইসিইউ থেকেই নিজের অবস্থা ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। জোড় হাতের ইমোজি দিয়ে তিনি জানিয়েছেন, সকলকে তিনি আশ্বস্ত করছেন যে তিনি ভাল আছেন। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
সঞ্জয় দত্ত আশা ব্যক্ত করে এও জানিয়েছেন যে তিনি ১-২ দিনের মধ্যে নিশ্চয়ই বাড়ি ফিরতে পারবেন। গত ২৯ জুলাই ৬১ বছর পূর্ণ করেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম রয়েছে। হাসপাতালে তাই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। এদিকে তাঁর ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে জানা গিয়েছে তিনি করোনা রোগী নন। কিন্তু তারপরও চিকিৎসকেরা তাঁর লালারস পরীক্ষার জন্য ব্যবস্থা নিয়েছেন। হাসপাতালে পৌঁছনোর পর দ্রুত করোনা রিপোর্ট পেতেই তাঁর ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। লালারসের পরীক্ষার রিপোর্ট তুলনায় সময় সাপেক্ষ।
প্রসঙ্গত করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি আর এক অভিনেতা অভিষেক বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে শনিবার ছেড়ে দেওয়া হয়। অভিষেক ট্যুইট করে তাঁর করোনা নেগেটিভ হওয়ার কথা জানান। সকলকে তাঁর আরোগ্য কামনার জন্য ধন্যবাদও দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা