Entertainment

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত, যাচ্ছেন আমেরিকা

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। স্টেজ ফোর-এ পৌঁছে গেছে তাঁর এই লাঙস ক্যানসার।

মুম্বই : গত শনিবার রাতেই প্রবল শ্বাসকষ্ট ও বুকে অস্বস্তি নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা সঞ্জয় দত্ত। তখন অনেকেই এই পরিস্থিতিতে শ্বাসকষ্ট বলে ভাবতে শুরু করেছিলেন এটা করোনা নয় তো! কিন্তু বাস্তবে দেখা গেল সঞ্জয় দত্ত করোনা নয়, ক্যানসারে আক্রান্ত। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। তাঁর ক্যানসার স্টেজ ৪-এ পৌঁছে গেছে। যা চিন্তার বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

সঞ্জয় দত্ত যে ক্যানসারে আক্রান্ত তা বলিউডের কোমল নাথরা প্রথম গত মঙ্গলবার রাতে জানান। তারপরই খবর হুহু করে ছড়িয়ে পড়ে। পরে সঞ্জয় দত্ত নিজেই সোশ্যাল সাইটে জানান, চিন্তার কোনও কারণ নেই। তিনি কিছুদিনের জন্য চিকিৎসাজনিত কারণে কাজ থেকে বিরাম নিচ্ছেন। তাঁর পরিবার ও বন্ধুরা তাঁর সঙ্গে রয়েছেন। সঞ্জয় দত্ত তাঁর অনুরাগীদের জানান, তাঁরা যেন চিন্তা না করেন। কোনও কিছু ধরে না নেন। তাঁদের ভালবাসায় তিনি দ্রুত কাজে ফিরবেন বলেও জানান অভিনেতা।


যা জানা যাচ্ছে, ক্যানসারের চিকিৎসা করাতে দ্রুত মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন সঞ্জয় দত্ত। ৬১ বছরের এই অভিনেতার চিকিৎসা হয়তো সেখানেই হবে। এর আগেও অবশ্য ক্যানসারে আক্রান্ত বলিউড তারকাদের মার্কিন মুলুকে ক্যানসারের চিকিৎসা করাতে যেতে দেখা গেছে। সোনালি বেন্দ্রে, ঋষি কাপুরের মত অভিনেতা অভিনেত্রীও আমেরিকায় থেকে ক্যানসারের চিকিৎসা করান।

গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করার পর প্রথম তাঁর করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর কিছুটা নিশ্চিন্ত হন চিকিৎসকেরা। তবে তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম ছিল। তাই অক্সিজেন দিতে হয় তাঁকে। সেইসঙ্গে তাঁর ক্যানসার কিনা তার পরীক্ষা করা হয়। আর সেই নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তারপরই নিশ্চিত হয় সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাও পৌঁছে গেছে স্টেজ-৪-এ। বলিউড থেকে ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। তাঁর অনুরাগীরাও সোশ্যাল সাইটে তাঁর আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button