ভারতের ছবির মত রাজ্যের মুখ হলেন অভিনেতা সঞ্জয় দত্ত
ভারতের ছবির মত রাজ্য এটি। অসীম সৌন্দর্য ছড়িয়ে আছে সর্বত্র। সেই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
ভারতে এমন ৫টি রাজ্য রয়েছে যেসব রাজ্যের মুখ কোনও বিখ্যাত বলিউড তারকা। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। গুজরাটের অমিতাভ বচ্চন, অসমের প্রিয়াঙ্কা চোপড়া, হিমাচল প্রদেশের প্রীতি জিন্টা এবং গোয়ার প্রাচী দেশাই। এবার এই তালিকায় যুক্ত হল অভিনেতা সঞ্জয় দত্তের নাম।
সঞ্জয় দত্তকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল অরুণাচল প্রদেশ। এ বছর তাদের রাজ্যের নামকরণের ৫০ বছর পূর্ণ করল অরুণাচল প্রদেশ। সেই উপলক্ষে সেখানে বিভিন্ন উৎসব আয়োজন হয়েছে।
ছবির মত সুন্দর এই রাজ্যের ততোধিক সুন্দর উপত্যকার নাম মেচুকা। সেখানেই নামকরণের সুবর্ণজয়ন্তী বছর উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হন সঞ্জয় দত্ত।
মুম্বই থেকে চার্টার্ড বিমানে চিত্র পরিচালক রাহুল মিত্রের সঙ্গে ডিব্রুগড়ে নামেন সঞ্জয়। তারপর সেখান থেকে মঙ্গলবার বিকেলে হাজির হন মেচুকা উপত্যকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তিনিই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সঞ্জয় দত্তের নাম ঘোষণা করেন।
অরুণাচল পর্যটনে গতি আনা এখন রাজ্য প্রশাসনের অন্যতম লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণে সঞ্জয় দত্তের মত পরিচিত মুখ যথেষ্ট কাজে আসবে বলেই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে একটি প্রচারমূলক ভিডিও তৈরি করেছেন বিজ্ঞাপন প্রস্তুতকারক সিরাজ ভট্টাচার্য।
অরুণাচলের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে সঞ্জয় দত্তকে নিয়ে শ্যুটিং করেন তিনি। যা ব্যবহার করা হবে রাজ্যের পর্যটনের প্রচারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা