চেষ্টার ত্রুটি ছিল না। তবু দেশ জুড়ে পদ্মাবতের মুক্তি আটকাতে পারেননি তাঁরা। তাই এবার পাল্টা পদ্মাবত সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালির মাকে নিয়ে সিনেমা বানাবে শ্রী রাজপুত করণী সেনা। চিতোরগড়ে সাংবাদিক সম্মেলন ডেকে সেকথা জানিয়ে দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ সিং খাঙ্গারট। তিনি জানিয়েছেন, সিনেমার নাম হবে ‘লীলা কি লীলা’। আগামী ১৫ দিনের মধ্যেই মুহরত হবে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজস্থান জুড়ে এই সিনেমার শ্যুটিং হবে। সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন অরবিন্দ ব্যাস। এক বছরের মধ্যেই সিনেমা সম্পূর্ণ করা হবে।
পদ্মাবত সিনেমার মুক্তিতে ছাড় দিয়ে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই অধিকারকে মান্যতা দেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। গোবিন্দ সিং খাঙ্গারট সেই রেশ ধরেই বলেন, তাঁদেরও তাই মত প্রকাশের স্বাধীনতা আছে। সঞ্জয় লীলা তাঁদের ‘মা’ পদ্মাবতীকে নিয়ে সিনেমা বানিয়েছেন। এবার তাঁরা সঞ্জয় লীলার মাকে নিয়ে সিনেমা বানাবেন। তবে তাঁদের দাবি, এই সিনেমায় তাঁরা দেখিয়ে দেবেন মাকে সম্মান জানানো কাকে বলে।