বিখ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন ট্যাক্সিচালক
তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। পর্দার জনপ্রিয় মুখ তিনি। তাঁর বিরুদ্ধেই কিন্তু থানায় অভিযোগ জমা পড়ল। তাও অভিযোগ জমা দিলেন এক ট্যাক্সিচালক।
ট্যাক্সিতে উঠে চালকের অভব্যতার শিকার হতে হয়েছে অনেক মহিলাকে। অনেক মহিলা তা নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছেন। কিন্তু এক্ষেত্রে হল উলটপুরাণ।
এক মহিলার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন এক ট্যাক্সি চালক। তাও তাঁর সঙ্গে অভব্য আচরণকে কেন্দ্র করে। মহিলাও সাধারণ মহিলা নন, এক বিখ্যাত অভিনেত্রী।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরে। কন্নড় সিনেমার বিখ্যাত অভিনেত্রী সঞ্জনা গালরানি সকালে একটি ট্যাক্সিতে চড়ে বসেন গত মঙ্গলবার। ট্যাক্সি এগোয়।
ট্যাক্সিচালকের দাবি, ট্যাক্সিতে উঠেই সঞ্জনা এসি চালাতে বলেন। যা তিনি চালাতে চাননি। কারণ কর্ণাটকে ট্যাক্সিতে বা অ্যাপ ক্যাবে এসি চালানো মানা রয়েছে। যা কোভিড নির্দেশিকায় পড়ে।
চালকের দাবি তিনি এসি চালাতে অস্বীকার করলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন অভিনেত্রী। তাঁকে পুলিশে কিডন্যাপের মামলায় ফাঁসানোর ভয়ও দেখান।
চূড়ান্ত খারাপ ব্যবহারের শিকার হয়ে চালক লেভেল ১-এ এসি চালালে অভিনেত্রী জোর করে তা ৪-এ করে দেন বলেও পুলিশে অভিযোগ করেছেন ওই চালক।
অন্যদিকে সঞ্জনা সোশ্যাল সাইটে পাল্টা লিখেছেন যে মহিলাদের ট্যাক্সিতে প্রায়ই হেনস্তা হতে হয়। যা তিনি নিজে হতে চান না। তাই ট্যাক্সিচালকের সঙ্গে তর্কে যাননি। তবে এসি চালাতে বলার কথা মেনে নিয়েছেন তিনি।
সঞ্জনা লিখেছেন, করোনা বিধির কথা ট্যাক্সি চালক তাঁকে জানাননি। তিনিও বিষয়টি সম্বন্ধে অবহিত ছিলেননা। এসি পরে লেভেল ১-এ চালানোর পর তিনি আর কিছু বলেননি। তবে ওই ট্যাক্সিচালক তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন।
সঞ্জনার দাবি, তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা সঙ্গীদের সঠিক ঠিকানায় না নিয়ে গিয়ে এদিক ওদিক ঘোরাতে থাকেন চালক। মিটার বাড়াতে থাকে। সঙ্গে খারাপ শব্দ ব্যবহার করতে থাকেন।
অবশেষে তিনি পুলিশে ফোন করলে তারপর মাত্র ৫ মিনিটে গন্তব্যে পৌঁছে দেন ওই ট্যাক্সিচালক। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা