ইস্টবেঙ্গলকে হারানোর পর সমর্থকেরা যেভাবে তাঁর জয়ধ্বনি করেছিলেন, আইলিগে শেষ ৩টে ম্যাচ দল ড্র করার পর সেই সমর্থকেরাই তাঁকে ‘গো ব্যাক’ ধ্বনিতে ভর্ৎসনা করেন। সেটা হয়তো মনে লেগেছিল মোহনবাগানের অন্যতম সফল কোচ সঞ্জয় সেনের। চেয়েছিলেন আইলিগে নতুন চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে জিতে লিগ টেবিলে ফের একটু উঠে আসতে। সেইমত ছেলেদের তৈরিও করেছিলেন। কিন্তু মাঠে সবুজ মেরুনের গোলে প্রথমে বল জড়িয়ে এগিয়ে যায় চেন্নাই। ৬ মিনিটের মাথায় গোল করেন চেন্নাইয়ের জোয়াকিম। চাপ বাড়তে থাকে মোহনবাগান শিবিরে। তবে সেই চাপ কমিয়ে ৩৬ মিনিটের মাথায় পাল্টা গোল করে খেলায় সমতা ফেরান পেন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে চেপে ধরে চেন্নাই। ৭১ মিনিটের মাথায় চেন্নাইয়ের সুমেকো গোল করে দলকে এগিয়ে দেন। সেই ২-১ এর ব্যবধান খেলা শেষের হুইসল বাজা পর্যন্ত বদলাতে পারেনি মোহনবাগান।
এই হারের পর সাংবাদিক বৈঠকে এসে মোহনবাগানের কোচ সঞ্জয় সেন জানিয়ে দেন তাঁর আশা ছিল এদিন দল জিতবে। কিন্তু তা হলনা। এরপরও যে লিগে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবেনা তা নয়। হতেই পারে। কিন্তু তিনি দলের কোচ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। কিছুটা ক্ষোভের সঙ্গেই সঞ্জয় দাবি করেন, খেলা চলাকালীন তাঁর দিকে থুতু ছোঁড়েন মোহন সমর্থকেরা। সাংবাদিক বৈঠকে আসার সময়ও তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। এসব অপমান বোধহয় সহ্য করতে পারেননি মোহনবাগানের অনেক সাফল্যের কারিগর সঞ্জয় সেন।