বাসের মধ্যেই শুরু হয় মাসিক, কোথায় প্যাড বদলালেন সারা
সকলের সামনে এ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন মহিলারা। কিন্তু সারা এ নিয়ে অকপটে মুখ খুললেন। জানালেন তাঁর অভিজ্ঞতার কথাও।
এই শব্দটি নিয়ে এখনও মহিলাদের মধ্যে একটা কিন্তু ভাব রয়েছে। তাঁরা এ নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও যেখানে একজন পুরুষও রয়েছেন সেখানে কথা বলেন না। আকারে ইঙ্গিতে অন্য মহিলাদের বোঝানোর চেষ্টা করেন। যাতে উপস্থিত পুরুষটি না বুঝতে পারেন।
কিন্তু একটা অতি স্বাভাবিক প্রকৃতিগত শরীরবৃত্তীয় বিষয় নিয়ে কেন এত লুকোচুরি তা এই একবিংশ শতাব্দীর জেনারেশন নেক্সট-কে কিছুটা অবাক করে। তাঁরা কিন্তু বিষয়টি নিয়ে অনেকটাই অকপট।
অভিনেত্রী সারা আলি খান তো খোলাখুলি মুখ খুললেন মাসিক নিয়ে। তাঁর মতে, এটা কোনও অশুচি বিষয় নয়, বরং মাসিক হল নারীত্ব ও উর্বরতার প্রতীক।
পিরিয়ড বা মাসিক প্রতিমাসের এক স্বাভাবিক শারীরিক ঘটনা। ফলে যে সব নারী কর্মজীবনে ব্যস্ত তাঁদের রাস্তায় থাকাকালীন বা কাজের মধ্যেই মাসিক হতে পারে। তাই তাঁরা ব্যাগে স্যানিটারি প্যাড নিয়েই চলাফেরা করতে পছন্দ করেন। যেমন করেন সারা।
সারা জানালেন এমনও দিন গেছে যখন তিনি রাজস্থানে শ্যুটিং করতে যাচ্ছিলেন। বাসের মধ্যে ছিলেন। একটা ফাঁকা জায়গা দিয়ে বাস ছুটে যাচ্ছিল। সেই সময় তাঁর মাসিক হয়। বাসের মধ্যেই প্যাড বদল করতে বাধ্য হন তিনি।
সারা জানিয়েছেন, তাঁর অভিনীত অনেকগুলি বিখ্যাত গানের মধ্যে ৩ গান হল আঁখ মারে, চকা চক, হাঁ ম্যায় গলত। এই গানগুলির সঙ্গে তিনি শ্যুটিং করেছিলেন মাসিক হওয়া অবস্থাতেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা