আগামী অতিমারি নিয়ে সতর্ক করলেন করোনা প্রতিষেধক টিকার প্রস্তুতকারক
পরের অতিমারি কেমন হতে চলেছে তার ইঙ্গিত দিলেন করোনা প্রতিষেধক টিকা প্রস্তুতকারক সারা গিলবার্ট। যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিষেধক টিকা তৈরি করেছেন।
করোনা এখনও বিদায় নেয়নি। বিদায় এখন অনেক দূর। তার আগে আসতে পারে আরও এক অতিমারি পরিস্থিতি। যা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। এমনই সতর্কবার্তা দিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিষেধক টিকা প্রস্তুতকারক অধ্যাপক সারা গিলবার্ট।
সারার মতে, করোনার এই নয়া প্রকার ওমিক্রন আরও এক অতিমারি পরিস্থিতির জন্ম দিতে পারে। সারার মতে, ওমিক্রনের বিরুদ্ধে কোনও টিকা পুরোপুরি কাজ করছে না।
ভারত সহ বিশ্বের ৩৮টি দেশে এই ওমিক্রন ছড়িয়ে পড়েছে। অন্য দেশগুলিও কতদিন ওমিক্রনমুক্ত থাকতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরাই। ফলে ওমিক্রন ছড়াচ্ছে।
সারা গিলবার্ট এও জানিয়েছেন যে অতিমারির প্রতিরোধ প্রস্তুতি নিতে আরও অর্থের প্রয়োজন রয়েছে। আরও বিনিয়োগ দরকার।
সারা বলেন, কেউ চান না একটা অতিমারি এবং তার জেরে যে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন সকলে হয়েছিলেন তা আবার হোক। বিশ্ব যে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে গেছে তা ফের একবার হোক এটা কেউ চান না।
ওমিক্রন গোটা বিশ্বজুড়ে চিন্তার হলেও তা ডেল্টা প্রকারের চেয়ে ভয়ংকর নয় বলেই মনে করছেন অনেকে। কারণ ওমিক্রন সংক্রমণ ছড়ালেও তা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না।
যেখানে করোনার ডেল্টা প্রকার বিশ্বের ৫০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে সেখানে ওমিক্রন এখনও একটাও প্রাণ কেড়ে নেয়নি। এটাই সামান্য স্বস্তির। তবে ওমিক্রনের সংক্রমণ হুহু করে ছড়ানো কীভাবে রোখা যায় তা নিয়েই আপাতত চিন্তিত বিশেষজ্ঞরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা