তাঁর স্বামীই সতীশ কৌশিককে হত্যা করেছেন, পুলিশে অভিযোগ জানালেন এক মহিলা
স্ত্রী নিজে এসে বলছেন তাঁর স্বামীই বিখ্যাত অভিনেতা পরিচালক সতীশ কৌশিককে হত্যা করেছেন। মহিলার দাবি শুনে কিছুটা হতভম্ব পুলিশও।
তাঁর স্বামী একজন ব্যবসায়ী। তিনি দুবাইতে একটি বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। এখন সতীশ কৌশিক সেই টাকা ফেরত চাইছিলেন। ফলে তাঁর স্বামী চাপে পড়ে যান। কারণ তিনি ওই টাকা ফেরত দিতে রাজি ছিলেননা।
এক মহিলা দিল্লি পুলিশ কমিশনারেটের অফিসে গিয়ে এমন দাবি করায় কিছুটা হতভম্ব পুলিশও। ওই মহিলার দাবি, সতীশ কৌশিককে কিছু ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়। যে ট্যাবলেট জোগাড় করেছিলেন তাঁর স্বামী।
প্রসঙ্গত বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক একটি পার্টি থেকে ফেরার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই নিয়ে রহস্য দানা বাঁধে।
যদিও সতীশ কৌশিকের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে বলে জানা যায়। কিন্তু পুলিশ তদন্তে নেমে যে ফার্মহাউসে সতীশ কৌশিক মৃত্যুর আগে পার্টিতে যান, সেখান থেকে বেশ কিছু ট্যাবলেট উদ্ধার করেছে।
সংবাদ সংস্থা আইএএনএস স্বামীকে সতীশ কৌশিকের হত্যাকারী হিসাবে দাবি করা ওই মহিলার সঙ্গে কথা বলে। তিনি সংবাদ সংস্থার কাছে দাবি করেন এটা পরিকল্পিত খুন।
ওই মহিলার দাবি, গত ২৩ অগাস্ট ২০২২-এ দুবাইতে সতীশ কৌশিক তাঁদের বাড়িতে এসেছিলেন। সেখানে তাঁর স্বামীর সঙ্গে সতীশের কিছুটা কথা কাটাকাটিও হয়।
সতীশ কৌশিক জানান, তাঁর টাকার প্রয়োজন রয়েছে। তাই ১৫ কোটি তিনি ফেরত চান। তিনি এও বলেন যে তিনি মনে করছেন যে তাঁকে ঠকানো হয়েছে।
কারণ ৩ বছর আগে যে ১৫ কোটি টাকা তাঁর কাছ থেকে বিনিয়োগের কথা বলে নেওয়া হয়েছিল তা কোথাও বিনিয়োগ করা হয়নি। মহিলার এই অভিযোগ নিয়ে পুলিশ অবশ্য মুখ খোলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা