SciTech

চিরতরেই কি হারিয়ে যেতে চলেছে শনিগ্রহের চক্রাকার বলয়

শনিগ্রহের বলয়টাই তাকে আর বাকি গ্রহদের থেকে আলাদা করেছে। সেই বলয়টাই এবার হারিয়ে যেতে চলেছে। তবে কি চিরতরেই হারিয়ে যাবে শনিগ্রহের নজরকাড়া বলয়?

সৌরমণ্ডলের অন্যতম এবং ষষ্ঠ গ্রহ হল শনি। বৃহস্পতি যেমন তার বিশাল আকারের জন্য বিখ্যাত। মঙ্গলগ্রহ যেমন তার লালচে রংয়ের জন্য, তেমনই শনিগ্রহকে সকলে চেনেন তার বলয়ের জন্য। শিশুদেরও তাই সবচেয়ে নজরকাড়া গ্রহ হল শনি।

সেই শনির প্রধান পরিচয় বলয়টাই এবার হারিয়ে যেতে বসেছে। ২০২৫ সালের নভেম্বর মাসের পর আর দেখা যাবেনা শনিগ্রহের বলয়। তার আগেও কিছুটা সময় শনির বলয় হারিয়ে যাবে।


নভেম্বর ২০২৫ সালে শনিগ্রহের বলয় হারিয়ে যাওয়াটা কি তবে চিরতরে? আর কখনওই কি পৃথিবীর মানুষ শনিগ্রহের বলয় দেখতে পাবেন না? শনিগ্রহের বলয় হারিয়ে যাবে কেন? এমন নানা প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক।

শনিগ্রহও তার কক্ষে ঘুরছে। এই কক্ষে ঘোরার সময় তা এমনভাবে হেলে যাবে ওই সময় যে অতি পাতলা এবং পরপর সাজানো স্তরের শনিগ্রহের বলয় একটি বিশেষ কোণে অবস্থান করবে। পৃথিবী ও শনিগ্রহের মধ্যে যে কোণ তৈরি হবে তাতে ওই বলয়টি দেখতে পাওয়া যাবেনা।


এভাবে চলতে চলতে ফের শনিগ্রহের বলয় চোখে পড়তে শুরু করবে। তবে তার জন্য কয়েকটি বছর কেটে যাবে। বিজ্ঞানীরা হিসাব করে জানিয়ে দিয়েছেন ২০৩২ সালে ফের শনিগ্রহের বলয় পরিস্কার দেখা যাবে পৃথিবী থেকে।

তবে তার মাঝে ২০২৫ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত শনিগ্রহের চিত্তাকর্ষক বলয়টি হারিয়ে যাবে। এই হারানো অবশ্য চিরতরে নয়। তা যেমন আছে থাকবে। শুধু কক্ষে ঘোরার জন্য তা পৃথিবী থেকে নজরে পড়বে না মাত্র।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button