এটিই একমাত্র গ্রহ যা জলে পড়লে ভাসতে থাকবে, উত্তরটা খুব সহজ
সূর্যের সংসারে এখন ৮টি গ্রহ রয়েছে। এই ৮টি গ্রহের একটি এমন গ্রহ রয়েছে যা জলে পড়লে ডুববে না, ভাসতেই থাকবে।

সৌরমণ্ডলে এখন ৮টি গ্রহ। যে তালিকায় পৃথিবীও রয়েছে। এছাড়াও রয়েছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এসব গ্রহের আকৃতি নেহাত কম নয়। আকৃতি অনুযায়ী বৃহস্পতিই সবচেয়ে বড় গ্রহ। তারপর রয়েছে শনিগ্রহ।
পৃথিবী তুলনায় ছোট। আবার অন্যদিকে সবচেয়ে ছোট আকৃতি বুধগ্রহের। যদিও আকৃতির সঙ্গে তার জলে ডুবে যাওয়া বা ভেসে থাকা নির্ভর করেনা।
বিজ্ঞান বলছে শনিগ্রহ হল সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। যেটি তৈরি হয়েছে মূলত গ্যাস দিয়ে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে শনিগ্রহ তৈরিতে।
এই গ্রহ এতটাই গ্যাসের ওপর নির্ভরশীল এবং সে গ্যাস বাতাসের চেয়েও হালকা। তাই শনিগ্রহ আকারে বিশাল হলেও তা জলে ফেলে দিলে ডুববে না, বরং ভাসবে।
কিন্তু তার চেয়ে অনেক ছোট গ্রহ বুধ জলে ভাসবে না। সৌরমণ্ডলের একমাত্র শনিগ্রহই এমন এক গ্রহ যা জলে ভাসবে। বাকিগুলি নয়। কারণ শনিগ্রহের ঘনত্ব জলের চেয়েও কম।
শনিগ্রহের চারধারে বলয় দেখতে পাওয়া যায়। এই বলয়ে পাক খাচ্ছে প্রচুর বরফ এবং পাথরের টুকরো। এই গ্রহের ৬০টি চাঁদ আছে। যার মধ্যে সবচেয়ে বড় চাঁদটি হল টাইটান।
রোমান দেবতা স্যাটার্ন-এর নাম অনুসারে এই গ্রহের নাম হয় স্যাটার্ন। যিনি ছিলেন কৃষি ও ঐশ্বর্যের দেবতা। ছিলেন জুপিটারের পিতা।